ETV Bharat / state

Mamata Banerjee বিরোধীদের সেটিং তত্ত্ব নিয়ে পালটা তোপ মমতার

author img

By

Published : Aug 15, 2022, 7:00 AM IST

Updated : Aug 15, 2022, 7:35 AM IST

এসএসসি দুর্নীতি অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ৷ তার ক'দিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যান ৷ পরপর এই দুই ঘটনায় আক্রমণ হেনেছিল বিরোধী শিবির (Mamata Banerjee Attacks Opposition Camp) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 15 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তারপরে তৃণমূল সুপ্রিমোর দিল্লি সফর ৷ এ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা । অনেকেই বলেছিলেন, কেন্দ্রের সঙ্গে সেটিং করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee slams oppositions over her Delhi visit) । রবিবার বেহালায় দাঁড়িয়ে তার জবাব দিলেন তিনি । পার্থগড়ে দাঁড়িয়ে বিরোধীদের সেটিং তকমার জবাবে আক্রমণের পথে হাঁটলেন বাংলার নেত্রী । এদিন তিনি বলেন, "বকেয়া অর্থ না পেলে, একবার নয় হাজার বার দিল্লি যাব ।"

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর মমতার দিল্লি যাত্রকে কটাক্ষ করে একযোগে আক্রমণ শানিয়েছিল বাম-কংগ্রেস। এদিন জবাবে মমতা বলেন, "সিপিআইএমের ইয়েচুরি গেলে সেটিং হয় না । আর আমি গেলেই সেটিং ? আমায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম মেনে যেতে হয় । রাজ্যের পাওনা নিয়ে কথা বলতে যেতে হয় ।"

আরও পড়ুন: স্বাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইন এবং সুপ্রিম রায়

রাজ্যের বকেয়া টাকা চাইতে যে তিনি মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন, এদিন সেই বিষয়টি স্পষ্ট করে জানান মুখ্যমন্ত্রী । 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে দেশে স্বাধীনতা নেই বলে সরব হন মমতা । তিনি জানান, দেশে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা নেই । সোমবার স্বাধীনতা দিবস পালন করে আবার নতুন করে স্বাধীন হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী । বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "আমাদের পরাধীন করে রেখে দিয়েছে ওরা। কিন্তু আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত ।"

Last Updated : Aug 15, 2022, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.