ETV Bharat / state

প্রাক্তন সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Feb 18, 2020, 10:29 AM IST

Representative image
ফাইল ফোটো

তৃণমূলের প্রাক্তন সাংসদ ছিলেন । পরবর্তীকালে দলের সঙ্গে দূরত্ব বাড়ে । সেই প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মমতা ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রোজ়ভ্যালিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকেই দলের কাজে তাপস পালকে সেভাবে আর দেখা যায়নি । জানিয়েছিলেন, তিনি অসুস্থ ।

আলিপুর বিধানসভা থেকে তৃণমূলের তরফে দু'বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাপস পাল । কৃষ্ণনগর থেকে দু'বারের সাংসদ ছিলেন । কৃষ্ণনগরে দ্বিতীয় দফায় সাংসদ হওয়ার পর তাঁর রাজনৈতিক জীবনে বিতর্কের সূত্রপাত হয় । কৃষ্ণনগরে গিয়ে এক সভায় নিজেকে চন্দননগরের "মাল" বলেন । এমন কী, বিরোধীদের "ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার"ও হুমকি দেন । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল রাজনীতি । বিরোধীদের সমালোচনার শিকার হন । তাঁর এই মন্তব্যের সমালোচনা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তারপর থেকেই কৃষ্ণনগরে আসা কমে যায় তাঁর । দলের একাংশের সঙ্গে দূরত্ব বাড়ে ।

তাপস পাল পরের ধাক্কাটা খায় 2016-র ডিসেম্বরে । রোজ়ভ্যালিকাণ্ডে গ্রেপ্তার হন । 13 মাস পর ছাড়া পান তিনি । তারপর থেকে আর দলের কাজে তাঁকে দেখা যায়নি । জানিয়েছিলেন, তিনি অসুস্থ ।

দলের সেই প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানান সমবেদনা । একটি শোকবার্তায় মমতা বলেন, "বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । আমি প্রয়াত তাপস পালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

28 জানুয়ারি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাপস পাস । ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । কিন্তু বিমান ধরার আগেই বুকে ব্যথা শুরু হয় । তখন থেকেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । তারপর আজ ভোর 3 টে 51 মিনিটে মুম্বইয়ের ওই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.