ETV Bharat / state

Mamata Banerjee at Raj Bhavan: তিক্ততার মধ্যেই রাজ্যপালের চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Aug 15, 2023, 9:34 PM IST

রাজ্যপালের দেওয়া চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি রাজভবনে যান ৷ যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
রাজ্যপালের চা চক্রে যোগ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 15 অগস্ট: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে রাজভবনের চা-চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা রাজভবনে কাটান তিনি । তবে এদিন রাজভবনে প্রবেশের সময় এবং সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের সঙ্গে কোনও প্রশ্ন-উত্তর পর্ব হয়নি মুখ্যমন্ত্রীর ৷

তবে সম্প্রতি নানা ইস্যুতে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত দেখা গিয়েছে ৷ এমনকি সোমবারও স্বাধীনতার প্রাক সন্ধ্যায় বেহালায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরও এদিন মুখ্যমন্ত্রীর এই চা-চক্রে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ যদি প্রথা মেনে প্রতি বছরই স্বাধীনতা দিবসে এই চা-চক্রের আয়োজন করা হয়ে থাকে ৷

এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে রাজভবনে যান । 6টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান । এই চা-চক্রে ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-চার্জ লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা এবং বিভিন্ন বিদেশী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের পদস্থ কর্তারাও এই চা চক্রে যোগ দেন ৷

আরও পড়ুন: মমতার নির্দেশে যাদবপুর নিয়ে বুধে ধরনা তৃণমূল ছাত্র পরিষদের

তবে এদিনের চা-চক্রে মুখ্যমন্ত্রীর যোগদান নিয়ে বিশেষ জল্পনার কিছু রয়েছে বলে মনে করছেন না ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় ৷ তিনি বলেন, "বাংলার রাজনৈতিক বাতাস এত কলুষিত হয়ে গিয়েছে যে সাধারণ শিষ্টাচার নিয়েও নানা প্রশ্ন উঠে যাচ্ছে । বামেদের আমল থেকে শুরু করে, বামেদের অন্যতম মেধাবী ছাত্রীর আমলেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে । রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকতেই পারেন, আমন্ত্রণ জানাতে পারেন । মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যাবেন এটাই দোস্তুর । কিন্তু এমন অবস্থা দাঁড়িয়েছে যে, সেটা নিয়েও ব্যাখ্যা দিতে হয় । কারণ মুখ্যমন্ত্রী সবসময় রাজ্যপালের নামে বিষোদগার করেন । রাজ্যপাল বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পরেরবার ভোটে দাঁড়াবেন । এই সমস্ত চিরাচরিত কথা বলে মুখ্যমন্ত্রী নাম কিনেছেন । কিন্তু রাজ্যপাল তাঁর স্বাভাবিক শিষ্টাচার বজায় রেখেছেন । তাঁকে ডেকেছেন এর মধ্যে বিশেষ কিছু আছে বলে আমার মনে হয় না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.