ETV Bharat / state

Clash Between Advocates in HC : অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে প্রবেশ নিয়ে আজও ধস্তাধস্তি আইনজীবীদের

author img

By

Published : Apr 13, 2022, 11:20 AM IST

clash-between-tmc-bjp-left-advocates-in-calcutta-high-court
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে প্রবেশ নিয়ে আজও ধস্তাধস্তি আইনজীবীদের মধ্যে

কলকাতা হাইকোর্টে বিচারপতি (clash between TMC BJP Left Advocates) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে প্রবেশ করা নিয়ে আজও ধস্তাধস্তি বাঁধল আইনজীবীদের মধ্যে (clash between Advocates in HC)৷

কলকাতা, 13 এপ্রিল: সকালেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে প্রবেশ করা নিয়ে তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীদের তুমুল ধস্তাধস্তি । চেঁচামেচি । কার্যত ঠেলে ভিতরে ঢুকেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়ের মতো আইনজীবীরা (clash between TMC BJP Left Advocates)। তৃণমূল সমর্থিত আইনজীবীরা বাধা দিতে গেলে বিজেপি ও বাম শিবিরের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি হয় (clash between Advocates in HC)।

17 নং কোর্টের সামনে সকালের ঘটনার পর দুজন আইনজীবী এ ব্যাপারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Calcutta High Court news) দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি বলেন, এখানে সবাই একে অপরের ভাই-বোনের মতো । তাই নিজেদের মধ্যে সমস্যা দ্রুত মিটিয়ে নেওয়ার আর্জি জানান তিনি । উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের মতবিরোধ গতকালই সামনে এসেছিল । মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনে আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন ।

আরও পড়ুন: TMC-BJP Lawyers Clash : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কট করা নিয়ে হাইকোর্টে হাতাহাতি তৃণমূল-বিজেপির আইনজীবীদের

শিক্ষক নিয়োগ ও গ্রুপ ডি, গ্রুপ সি-তে কর্মী নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ ডিভিশন বেঞ্চ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পর্যন্ত লেখেন । তাঁর হাত বাঁধা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । তারপর থেকেই আদালতে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত আইনজীবীদের মধ্যে বিরোধ সামনে চলে আসে ।

আরও পড়ুন : CBI probe into Jhalda Case : ঝালদা খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জনের মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.