ETV Bharat / state

Talk to Mayor: মহা আবদার ! সুলভ শৌচালয়ে এসি বসানোর আরজি জানিয়ে মেয়রকে ফোন

author img

By

Published : Jul 28, 2023, 11:04 PM IST

নাগরিক সমস্যার সমাধানের জন্য মেয়র পদে বসেই 'টক টু মেয়র' অনুষ্ঠান শুরু করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই অনুষ্ঠানে মহানাগরিকের কাছে অদ্ভূত আবদার করে বসলেন এক নাগরিক ৷

ETV Bharat
মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 28 জুলাই: প্রতি শুক্রবার নাগরিকদের সমস্যার কথা শুনতে 'টক টু মেয়র' চালু করেছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷ এদিন সব কিছুই ঠিক ঠাক চলছিল ৷ নাগরিকদের সমস্যার কথা শুনছিলেন ৷ হঠাৎ এক নাগরিকের আবদারে অস্বস্তিতে মেয়র ফিরহাদ হাকিম ৷ ওই নাগরিকের আাবদার হল খুব গরম পড়েছে, তাই এলাকার সুলভ শৌচালয়ে এসি বসানোর আবদার করে মেয়রকে ফোন এক ব্যক্তির ৷ তাতে অবশ্য সম্মতি দিয়েছেন মেয়র ৷

শুক্রবার, 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেহালার হো চি মিন সরণির এক বাসিন্দা ফোন করেন । মেয়রের কাছে তাঁর আবদার, শকুন্তলা পার্কের পাশেই একটি পুরনো সুলভ শৌচালয় রয়েছে । সেটি সংস্কার করা হয়েছে । সেখানে একটি এসি লাগিয়ে দিন । পাশাপাশি, সংলগ্ন জমি নিয়ে শৌচালয়টি বড় করে বানানোর অনুরোধ জানান ওই ব্যক্তি । সেটা শুনেই উপস্থিত সকল আধিকারিকের চমকে ওঠার জোগাড় । অফিসাররা এক অপরের মুখের দিকে তাকাচ্ছেন ৷

অনুষ্ঠানে উপস্থিত সুলভ শৌচালয়গুলি বানানোর দায়িত্বপ্রাপ্ত বস্তি বিভাগের ডিজি অমিতাভ পাল নাকচ করে দেন ৷ তিনি বলেন, "স্যর, বাথরুমে এসি দিয়ে কি হবে ! বাজেট বরাদ্দ নেই। তাছাড়া, ওখানে পাশে খালি জায়গা নেই। মহিলাদের চেঞ্জিং রুম কিংবা দুগ্ধপানের ঘর করার মতো সুযোগ কম।" ফোনের ওইপারে থাকা নাগরিক তাঁর দাবিতে অনড়। এমন আবদার শুনে আধিকারিকদের মধ্যে অবশ্য হাসিঠাট্টা চলছে ।

আরও পড়ুন: মহার্ঘ্য সবজির দাম ! 'উধাও' সুফল বাংলার স্টল ফেরাতে মেয়রের কাছে আর্জি

ওই ব্যক্তির আবদার অবশ্য মেনে নিয়েছেন মেয়র । উত্তরে মেয়র ফিরহাদ হাকিম আধিকারিকদের জানান, শৌচালয়ের পাশ দিয়ে সিঁড়ি করে দোতালায় মহিলাদের চেঞ্জিং রুম বা বাচ্চাদের দুগ্ধ পানের ঘর করে দেওয়া যেতে পারে । সেখানে একটি এসি লাগিয়ে দিন । সেই এসি মেশিন নিজের কাছে থেকে দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি । তার পরেই জনৈক ব্যক্তি মেয়রকে ধন্যবাদ জানিয়ে ফোন রাখেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.