ETV Bharat / state

Teacher Recruitment Scam: পরীক্ষা না হওয়া বছরেই অনিমেষের নিয়োগ ! প্রধান শিক্ষক বাবাকে তলব সিআইডির

author img

By

Published : Feb 8, 2023, 1:26 PM IST

মুর্শিদাবাদের স্কুলে ভূগোলের শিক্ষক হিসেবে অনিমেষ তিওয়ারির (Animesh Tiwari Recruitment Controversy) নিয়োগ নিয়ে জটিলতা বাড়ছে ৷ তাঁর বাবা, অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলেরই প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে এবার ডেকে পাঠাল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ৷

CID summons Ashis Tiwari on Animesh Tiwari Recruitment Controversy
প্রতীকী ছবি

কলকাতা, 8 ফেব্রুয়ারি: যে বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষায় হয়নি, ঠিক সেই বছরই রহস্যজনকভাবে চাকরি পেয়েছেন অনিমেষ তিওয়ারি (Animesh Tiwari Recruitment Controversy) ! তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা ৷ তিনি মুর্শিদাবাদের একটি স্কুলে ভূগোলের শিক্ষক ৷ সেই একই স্কুলের প্রধান শিক্ষক তাঁর বাবা আশিস তিওয়ারি ৷ অভিযোগ, অনিমেষ তিওয়ারির এই নিয়োগ বৈধ নয় ৷ আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি ৷ আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ যার জেরে এবার অনিমেশ তিওয়ারির বাবা তথা সংশ্লিষ্ট স্কুলেরই প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে তলব করল সিআইডি ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা ৷ ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সিআইডিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে অনিমেষ তিওয়ারি নামে কোনও ব্যক্তির চাকরি সংক্রান্ত কোনও সুপারিশ করা হয়নি ৷ প্রশ্ন হল, তাহলে অনিমেষ তিওয়ারি চাকরি পেলেন কীভাবে (Teacher Recruitment Scam) ? তাও আবার সেই বছর, যে বছরে শিক্ষক নিয়োগের জন্য রাজ্যে কোনও পরীক্ষাই নেওয়া হয়নি ! বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷ আর সেই জট কাটাতেই আগামী 10 ফেব্রুয়ারি সকাল 10টা 30 মিনিটের মধ্যে অনিমেষের বাবা আশিস তিওয়ারিকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে, এই মামলায় সংশ্লিষ্ট ডিআই অফিসের একাধিক কর্মীকেও তলব করা হয়েছে।

আরও পড়ুন: 'ক্ষমা না চাইলে মানহানির মামলা হবে !' সৌমিত্রকে আইনি নোটিশ সায়নীর

উল্লেখ্য, এই ঘটনায় একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে ৷ মামলাকারী দাবি, তিনি তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন ৷ তা থেকে জানা গিয়েছে, নিয়োগের সংশ্লিষ্ট মেধাতালিকায় অনিমেষ তিওয়ারি নামে কোনও ব্যক্তির উল্লেখ নেই ৷ অথচ তিনি বহালতবিয়তে চাকরি করে চলেছেন ! বেতনও তুলছেন নিয়মিত! সিআইডির তদন্তে উঠে এসেছে, একাধিক বৈধ চাকরিপ্রার্থীর নথি ব্যবহার করে অবৈধ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়েছে ৷ অনিমেষও সেভাবেই চাকরি পেয়েছেন বলে সন্দেহ ৷ এক্ষেত্রে এই অনিয়মের সঙ্গে তাঁর বাবা আশিস তিওয়ারি সরাসরি যুক্ত রয়েছেন বলে অভিযোগ ৷ এবার এই তদন্তেই ভবানীভবনে ডাক পড়ল আশিস তিওয়ারির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.