ETV Bharat / state

CID on Nandigram : থমকে রয়েছে নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনার সিআইডি তদন্ত

author img

By

Published : Oct 4, 2021, 7:57 PM IST

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে আঘাত লাগার ঘটনার তদন্ত বিশ বাঁও জলে ৷ আধিকারিকদের বদলি হওয়ার জন্যই তদন্ত এগোয়নি বলে দাবি সিআইডি (CID)-র ।

cid investigation of mamata banerjee's injury at nandigram stalled
থমকে রয়েছে নন্দীগ্রামে মমতার আহত হওয়ার সিআইডি তদন্ত

কলকাতা, 4 অক্টোবর: নন্দীগ্রামে (Nandigram) হারের পর ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে উপনির্বাচনে জিতেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের সময় তাঁর পায়ে আঘাত লাগার ঘটনার তদন্তভার পুরোপুরি থমকে রয়েছে । অবশ্য এর জন্য তদন্তের গতি এবং আধিকারিকদের বদলি হওয়াকে দায়ী করছে সিআইডি (CID)।

ভবানী ভবন সূত্রে খবর, ঘটনার তদন্তের জন্য এখনও পর্যন্ত নন্দীগ্রামের সেই ঘটনাস্থলে যাওয়া হয়েছে প্রায় 8 বার । এই আট বারের মধ্যে সিআইডির ইন্টার্নাল বা অভ্যন্তরীণ বেশকিছু রদবদল হয়েছে । বেশ কয়েকজন তদন্তকারী আধিকারিককে অন্যত্র বদলি করা হয়েছে । ফলে কেস ডায়েরি বা তদন্ত প্রক্রিয়া বুঝে নিতে সময় লেগেছে অন্য তদন্তকারীদের ।

আরও পড়ুন: Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর তদন্তভার গ্রহণ করে সিআইডি । তারপর ঘটনাস্থলে যায় তারা। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, একটি ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তকারীরা সেই ভাবে তদন্তে কোনও নতুন গতি আনতে পারেন না । পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী ও সেই সময় থাকা আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান নথিভূক্ত করেন সিআইডির আধিকারিকরা । কিন্তু এই ঘটনায় কারা যুক্ত, কীভাবে ঘটনাটি ঘটেছিল, তা তদন্ত করতে গিয়ে এখনও কোনও সাফল্য আসেনি সিআইডির গোয়েন্দাদের হাতে ।

আরও পড়ুন: Dilip-Mamata : মমতা বাঘ, সিংহ না ছাগল নন্দীগ্রামে প্রমাণ হয়ে গিয়েছে ; বেফাঁস দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.