ETV Bharat / state

Mamta Banerjee Will Start to visit District : 10 মে থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী

author img

By

Published : May 5, 2022, 10:40 PM IST

Updated : May 5, 2022, 10:48 PM IST

আজ, বৃহস্পতিবার মেট্রোপলিটনের নতুন তৃণমূল ভবনে সাংবাদিক সন্মেলনে জেলা সফর সূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ 10 মে পশ্চিম মেদিনীপুরে সফরে যাচ্ছেন ৷ শিয়রে পঞ্চায়েত নির্বাচন ৷ পুনরায় জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী (Mamta Banerjee Start to visit District)৷

Mamta Banerjee Will Start to visit District
10 মে থেকে জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

মেট্রোপলিটন, 10 মে: করোনা কালে জেলা সফর বন্ধ রেখে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তাই আবারও জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার মেট্রোপলিটনে নতুন তৃণমূল ভবনের উদ্বোধনে একথাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 10 মে থেকে শুরু করবেন জেলা সফর ৷ জেলা সফরে দলীয় বৈঠক করবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamta Banerjee Start to visit District) ৷

শিয়রে পঞ্চায়েত নির্বাচন ৷ বুথ স্তরে দলীয় সংগঠনগুলোকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো । তাই এবার জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বুথ স্তরের কর্মীদের নিয়ে একটি করে বৈঠক করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, চলতি মাস থেকে 10 জুন পর্যন্ত একমাস ধরে বিভিন্ন কর্মসূচি রয়েছে সরকারের ৷ যার প্রধান লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা ৷ মানুষের কাছে পৌঁছন। 10 মে থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর জেলা সফর । সফরের শুরুতেই পশ্চিম মেদিনীপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটা প্রশাসনিক বৈঠক করবেন । 11মে বেলা 12টায় দলীয় বৈঠক করবেন । এরপর ঝাড়গ্রামে একটি প্রশাসনিক বৈঠক করবেন ।

আরও পড়ুন : Mamata Banerjee Criticises Amit Shah : বাংলাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত চলছে, শাহকে নিশানা মমতার

12 মে বেলা 12টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় বৈঠক করবেন। তারপর কলকাতায় ফিরে আসবেন । এরপর বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় যাবেন । সেখানেও প্রশাসনিক বৈঠক হবে । জুন মাসে আলিপুরদুয়ার যাবেন । 21 জুলাইয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও 20 মে থেকে শুরু হয়ে যাবে । ব্লক, জেলা সব স্তরেই পুনর্গঠন হবে । এদিন তৃণমূল সুপ্রিমো তাৎপর্যপূর্ণভাবে দলের ব্লক থেকে শুরু করে জেলা সমস্ত সংগঠনের পুনর্গঠনের বিষয়ে জানিয়েছেন ।

সম্প্রতি বুথ থেকে জেলা দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। বিশেষ করে দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ মমতা। তাই আগা পাঁচতারা সংগঠনকে বদলে ফেলতে চান তিনি। সেই জন্যই এই সিদ্ধান্ত মমতার। এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল ৷

Last Updated : May 5, 2022, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.