ETV Bharat / state

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jan 6, 2021, 5:44 PM IST

Updated : Jan 6, 2021, 10:09 PM IST

রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজভবনে মুখ্যমন্ত্রী
রাজভবনে মুখ্যমন্ত্রী

কলকাতা, 6 জানুয়ারি : রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহেই আজ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে কী নিয়ে আলোচনা তা এখনও জানা যায়নি।

প্রায় 10 মাস পর রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এটা কেবলই সৌজন্য সাক্ষাৎকার বলে জানানো হয়েছে নবান্নের তরফে ৷ রাজভবনে রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে যাওয়ার পর একটি টুইট করেন রাজ্যপাল । সেখানে তিনি লেখেন, তাঁদের মধ্যে "নববর্ষের শুভেচ্ছা বিনিময়" হয়েছে । কিন্তু সেই টুইট মুছে আরও একটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর কথা বলেন ৷

বুধবার সন্ধ্যা 5টা 15 মিনিট নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ ঘণ্টাখানেক সময় কাটান সেখানে ৷ নবান্নের তরফে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে সৌজন্য সাক্ষাৎ করতেই রাজভবন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তবে রাজভবনের সূত্রেও কিছু জানানো হয়নি ৷

রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী
রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী

কয়েকদিন আগেই রাজ্যপালের অপসারণ দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দেন তৃণমূল সাংসদরা । তারপর মমতার সরকারের প্রতি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন রাজ্যপাল । বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার কাঠগড়ায় তোলেন তিনি ।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ধনকড় দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা ইশুতে তাঁর সঙ্গে সংঘাত বেধেছে রাজ্যের । একাধিকবার তৃণমূল নেতৃত্বের তরফে রাজ্যপালকে আক্রমণ করা হয় ৷ কিন্তু তারপর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷

Last Updated : Jan 6, 2021, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.