ETV Bharat / state

Mamata at Nabanna: 50 দিনের মাথায় আজ নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 5:48 PM IST

Mamata at Nabanna
নবান্নে এলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at Nabanna: চোটের কারণে এতদিন প্রায় গৃহবন্দি ছিলেন ৷ 50 দিনের মাথায় আজ ফের নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 31 অক্টোবর: সেই বিদেশ সফর সেরে ফেরার পর থেকেই চোটের কারণে একরকম গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজের বাড়ি থেকেই সেরেছেন প্রশাসনিক কাজকর্ম ৷ অবশেষে 50 দিনের মাথায় আজ ফের নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

11 সেপ্টেম্বর স্পেন সফরে যাওয়ার আগে শেষবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর স্পেন ও দুবাই সফরে চলে যান তিনি । সেখান থেকে গত 23 সেপ্টেম্বর কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী । তারপর থেকে আর নবান্নে আসেননি তিনি । পায়ের চোটের কারণে তিনি ছিলেন গৃহবন্দি । এতদিন বাড়ি থেকেই তিনি যাবতীয় কাজ সেরেছেন ৷ মন্ত্রিসভার বৈঠক থেকে অন্যান্য প্রশাসনিক কাজ সারেন বাড়ি থেকেই ৷ এমনকি দুর্গাপুজোতেও তাঁর কালীঘাটের বাড়ি থেকেই বিভিন্ন পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অবশেষে মঙ্গলবার 50 দিনের মাথায় নবান্নে এলেন তিনি ।

আজ দিনের বেলা ঘড়ির কাঁটায় যখন সকাল সাড়ে 11টা, তখন নবান্নে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর থেকে সারাদিন নবান্নেই ছিলেন তিনি । এ বার গোটা পুজোটাই গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী ৷ পুজোর উদ্বোধনও সারতে হয়েছে ভার্চুয়াল মাধ্যমে ৷ বাড়ি থেকে সেই উদ্বোধন করে তখনই তিনি জানিয়েছিলেন যে, বার্সেলোনায় গিয়ে পায়ে চোট পেয়েছেন ৷ পরে সেই চোট গুরুতর আকার নেয় । তবে তিনি চোট নিয়েই কাজ চালিয়ে যান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে, বিদেশ সফর থেকে ফেরার পর চিকিৎসকরা যখন তাঁর চিকিৎসা শুরু করেন, তখন তাঁর সেই চোট সংক্রমণের আকার নেয় । আর সেই কারণেই দীর্ঘদিন গৃহবন্দি থাকতে হয়েছে সদাব্যস্ত মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আইনি পথে রাজ্য

গত 27 অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের দিন রাজ্যের মানুষ আবার তাঁকে প্রকাশ্যে দেখতে পেয়েছিলেন । সশরীরে উপস্থিত হয়ে কার্নিভালের অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ৷ তখন থেকেই জল্পনা ছিল কবে আবার নবান্নে আসবেন তিনি । অবশেষে মঙ্গলবার নবান্নে এলেন মুখ্যমন্ত্রী, 50 দিনের মাথায় । এ দিকে, আগামী নয় নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে । এই বৈঠকেই ঠিক হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে নাকি, তাঁকে মন্ত্রী রেখে অন্য কারওকে দিয়ে কাজ চালিয়ে নিয়ে যাওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.