ETV Bharat / state

Mamata Meets Guv: বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 5:41 PM IST

Updated : Nov 2, 2023, 9:27 PM IST

Mamata to Call on Guv
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস

CM Meets Governor: আজ রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে জানালেন ৷

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 2 নভেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতে আজ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, এটা ছিল নেহাতই সৌজন্য সাক্ষাৎ ৷ তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বা অন্য কোনও বিষয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে মুখ খোলেননি তিনি ৷

রাজ্য ও রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহেই আজ সন্ধে 6.05-এ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি ছিলেন প্রায় 40 মিনিট ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক শেষে তিনি রাজভবন থেকে বেরিয়ে আসেন ৷ তাঁদের মধ্যে উপাচার্যের নিয়োগ নিয়ে কোনও আলোচনা হয়েছি কি না, তা নিয়ে জল্পনা চলছিল ৷

যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি শুভ বিজয়া জানাতেই রাজ্যপালের কাছে এসেছিলাম । এটা আমাদের সৌজন্য, আমাদের পরম্পরা ।"

জানা গিয়েছে, বিজয়া দশমীর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনে বিজয়ার মিষ্টি পাঠিয়েছিল মুখ্যমন্ত্রীর দফতরও ৷ তবে আজ নিজে রাজভবনে গিয়ে রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: অতি সংকটে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, দেখতে হাসপাতালে মমতা; কাল আসছেন নোবেলজয়ী

রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের আবহেই আজ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মনে করা হচ্ছিল উপাচার্য নিয়োগ নিয়ে পর্যালোচনার জন্যেই বৈঠক হতে চলেছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে । কয়েকদিন আগেই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, উপাচার্য নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে । সেইমতো রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি । কিন্তু তা নিয়ে এখনও পর্যন্ত কোনও জবাব আসেনি বলে তিনি জানিয়েছেন । তবে এ প্রসঙ্গে আজ কোনও আলোচনা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানাননি মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: মনরেগায় কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে মিথ্যা প্রচার চলছে, অভিযোগ মমতার

Last Updated :Nov 2, 2023, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.