ETV Bharat / state

CM Mamata Puja Songs: পুজোর গান নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী, তৈরি অ্যালবামের 6টি গান

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 10:43 PM IST

CM Mamata Puja Songs
পুজোর গান নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী

পুজোর বাকি আর মাত্র এক মাসের কিছু বেশি সময় ৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো অ্যালবামের ছ’টি গান তৈরি ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: প্রতিবছরের মতো এই বছরও পুজো অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মহালয়ার দিন সেই অ্যালবাম প্রকাশ করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এবারও তাঁর পুজো অ্যালবামে সাত বা তার বেশি গান থাকছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ছ'টি গান প্রস্তুত হয়ে গিয়েছে।

শুক্রবার রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী ৷ এরপর আগামী 12 সেপ্টেম্বর যাচ্ছেন স্পেন সফরে ৷ মাদ্রিদ থেকে বার্সেলোনা, একাধিক শহর ঘুরে রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য তদবির করবেন তিনি। সেখান থেকেই ফিরে এসে বাকি কাজ সারবেন বাংলার মুখ্যমন্ত্রী। যতদূর জানা গিয়েছে, এবার মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবামের একটা বড় আকর্ষণ হতে চলেছে জন্মদিনের গান। একদা রাজ্যের এক মুখ্য সচিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এক ঘণ্টার মধ্যে ফোনে গানটি তৈরি করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

এবার পুজোয় মুখ্যমন্ত্রীর অ্যালবামে সেই গানটিও চমক হিসাবে উপস্থিত থাকতে পারে। আগামী দিনে মুখ্যমন্ত্রী চাইছেন বাংলার জনগণের যদি এই গান ভালো লাগে তাহলে প্রিয়জনের জন্মদিনে তা ব্যবহার করতে পারেন ৷ ইতিমধ্যেই অনেকগুলি গান তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেক গান তৈরীর পিছনেই রয়েছে ছোট-বড় নানা গল্প। এমনও জানা গিয়েছে, এবার মুখ্যমন্ত্রীর অ্যালবামে থাকা একটি গান, মুখ্যমন্ত্রী নিজে তৈরি করেছেন বিমানযাত্রার সময়। সঙ্গে থাকা মন্ত্রী ইন্দ্রনীলকে সেনকে গানের কথা থেকে সুর তৈরি করে বিমানে বসেই শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। হয়তো এবার সেই গানটিও থাকবে মুখ্যমন্ত্রীর পুজোর অ্যালবামে।

যেহেতু এবার পুজো কিছুটা দেরিতে, তাই হাতে সময় রয়েছে। সেই কারণেই পুজো অ্যালবামের গান চূড়ান্ত করা এখনও হয়ে ওঠেনি। প্রাথমিক খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কয়েকটি রেকর্ডিং পর্যন্ত সম্পন্ন হয়েছে বলে খবর। প্রসঙ্গত, প্রশাসনিক কাজের পাশাপাশি বরাবরই গান, অংকন, কবিতা, প্রবন্ধের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা ঝোঁক রয়েছে। প্রতি বছর দলের মুখপত্রের কভার নিজের হাতেই আঁকেন মুখ্যমন্ত্রী। এবারও ইতিমধ্যেই রাজ্য সরকারের গ্রিটিংস কার্ডের জন্য একটি ছবি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। সরকারের ওই কার্ডের থিম হতে চলেছে ত্রিনয়নী।

এছাড়া দলের মুখপত্রের উৎসব সংখ্যার কভারেও এঁকেছেন তিনি। সেটিও মহালয়ার দিনই প্রকাশ্যে আসবে। এবার উৎসব সংখ্যায় কলম ধরেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া মা-মাটি-মানুষ পত্রিকার উৎসব সংখ্যাতেও থাকতে পারে তার লেখা। এবারে পুজোর অ্যালবাম থেকে শুরু করে লেখা, সব নিয়েই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে কালীঘাটে।

আরও পড়ুন: শাহেনশা-বাদশার সঙ্গে ভাইজান! কলকাতা চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবামে প্রতিবারের মতোই কিছু বিশিষ্ট শিল্পী গান গাইছেন ৷ তার মধ্যে অবশ্যই মুখ্য শিল্পী হিসেবে থাকছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবামের ব্যবস্থাপনার দায়িত্ব সামগ্রিকভাবে থাকছে মন্ত্রীর হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যালবামের গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক হিসাবে থাকছেন। গত বছর মুখ্যমন্ত্রীর যে পুজো অ্যালবাম প্রকাশিত হয়েছিল, তাতে কণ্ঠ দিয়েছিলেন ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সী, জিত্‍ গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়রা। একটি গানে মুখ্যমন্ত্রী নিজেও গলা দিয়েছিলেন। কিন্তু এবার কারা গান গাইছেন তা নিয়ে বলতে চাইছেন না মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবাম বলে কথা, কিছু তো তোলা থাক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.