ETV Bharat / state

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9, চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Mar 9, 2021, 6:58 AM IST

Updated : Mar 9, 2021, 10:54 AM IST

সোমবার সন্ধ্যায় কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের 13 তলা বিল্ডিংয়ে আগুন লেগে 9 জন প্রাণ হারান । মৃতদের মধ্যে দু'জন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের পরিচয় জানার চেষ্টা চলছে । নিহতদের পরিবারকে 10 লাখ টাকা এবং একজনকে চাকরি দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

chief minister and minister of fire visits strand road in kolkata
স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9

কলকাতা, 9 মার্চ : স্ট্র্যান্ড রোডে রেল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু । গতকাল বিল্ডিংয়ের 13 তলায় আগুন লাগে । আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের পরিচয় জানার চেষ্টা চলছে । যাঁদের শনাক্ত করা গিয়েছে তাঁদের নাম অভয় ভবাল, অনিরুদ্ধ জানা, গিরিশ দে, গৌরব বেজ, বিমান পুরকাইত ।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, ‘‘আমি নিজে ঘটনাস্থানে গিয়েছিলাম । প্রাথমিকভাবে চারজন দমকল কর্মীর দেহ সেখান থেকে উদ্ধার করা করা হয় । মূলত দমবন্ধ হয়ে লিফটের বাইরে তাঁরা জ্ঞান হারান ।’’ ঘটনাস্থানে পৌঁছান কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ এছাড়া মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে ৷"

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে জোড়া অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও গোডাউন

স্ট্র্যান্ড রোডে রেলের 13 তলা বিল্ডিংয়ে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় । সোমবার সন্ধ্যায় ওই আগুন লাগে ৷ দমকলের 19টি ইঞ্জিন ঘটনাস্থানে গেলেও 17 টি কাজ শুরু করে বলে দমকল সূত্রে খবর । কিছুক্ষণের মধ্যে আগুনের উৎসস্থানে পৌঁছে যান দমকল কর্মীরা । দমকল সূত্রের খবর, 13 তলা থেকে আগুন 12 তলায় ছড়িয়ে পড়ে । সেখানে রেলের নথিপত্রের রেকর্ড সেকশন । পরে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালান । হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে আগুনের উৎসস্থানে পৌঁছে যেতে সক্ষম হন তাঁরা । ঘিঞ্জি এলাকায় হওয়ায় সামান্য বেগ পেতে হয় দমকল কর্মীদের । কিন্তু নিকটবর্তী স্থানে গঙ্গার উপস্থিতির ফলে সেখান থেকে জল সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয় । প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী । বিল্ডিংয়ের ম্যাপ চেয়েও পাওয়া যায়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন । এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ।

Last Updated : Mar 9, 2021, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.