ETV Bharat / state

কোরোনা আক্রান্ত ছত্রধর মাহাত, আদালতে পেশ রিপোর্ট

author img

By

Published : Sep 28, 2020, 9:12 PM IST

হাজিরার জন্য এলেও ধুম জ্বরের কারণে ভেতরে ঢোকেননি তিনি । গাড়ি ঘুরিয়ে সোজা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে গিয়ে ভরতি হন ।

K
K

কলকাতা, 28 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত ছত্রধর মাহাত । আজ NIA আদালতের কাছে কোরোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পেশ করেন তাঁর আইনজীবী । এর ফলে ছত্রধর মাহাতকে নিজেদের হেপাজতে নিতে পারল না NIA । জানা গেছে, দু'সপ্তাহ পরে ফের তাঁকে আদালতে হাজিরার জন্য সমন পাঠানো হতে পারে ।

দুদিন দিন আগে গায়ে তীব্র জ্বর নিয়ে কলকাতায় NIA আদালতে হাজিরা দেওয়ার জন্য এসেছিলেন জঙ্গলমহলের একসময়ের দাপুটে নেতা ছত্রধর মাহাত । এর ফলে হাজিরা না দিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। ছত্রধরের আইনজীবীর মাধ্যমে তাঁর কোরোনা পজ়িটিভের কথা প্রকাশ্যে আসে । NIA আদালতের কাছে কোরোনা সংক্রমণ ধরা পড়ার কথা জানান আইনজীবী ।

প্রসঙ্গত, দীর্ঘদিন জেল জীবন কাটিয়ে জঙ্গলমহলে ফিরেছেন ছত্রধর মাহাত । ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি । তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকে জঙ্গলমহলের দায়িত্বভার দিয়েছে । শুধু তাই নয়, দলের রাজ্য কমিটির সদস্য পদ দিয়েছে তৃণমূল । এরইমধ্যে বেশ কয়েকটি পুরানো মামলায় NIA তলব করেছে ছত্রধর মাহাতকে । জনসাধারণের কমিটির নেতা থাকাকালীন এইসব মামলায় জড়িয়েছিলেন তিনি । NIA তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল । যদিও অগাস্ট মাসে NIA দু'বার জেরা করেছে ছত্রধরকে । আবারও জেরা করতে চেয়ে সমন পাঠিয়েছিল । সেইমতো দুদিন আগে কলকাতায় NIA আদালতে হাজিরা দিতে এসেছিলেন ছত্রধর । জানা গেছে, হাজিরার জন্য এলেও ধুম জ্বরের কারণে ভেতরে ঢোকেননি তিনি । গাড়ি ঘুরিয়ে সোজা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে গিয়ে ভরতি হন । আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.