ETV Bharat / state

Che Guevara Daughter: 25 বছর পর কলকাতায় আসছেন চে গুয়েভারার কন্যা

author img

By

Published : Jan 12, 2023, 4:30 PM IST

Che Guevara Daughter Aleida Guevara is coming Kolkata after 25 Years
ফাইল ছবি ৷

1998 সালের পর 2023 ! 25 বছর পর কলকাতায় (Kolkata) আসছেন চে গুয়েভারার মেয়ে (Che Guevara Daughter) আলেইদা গুয়েভারা (Aleida Guevara) ৷ কী কারণে তাঁর এই সফর ?

কলকাতা, 12 জানুয়ারি: 25 বছর পর আবারও রাজ্যে আসছেন চে গুয়েভারার মেয়ে (Che Guevara Daughter) আলেইদা গুয়েভারা (Aleida Guevara) ৷ সঙ্গে থাকবেন চে গুয়েভারার নাতনি এস্তেফানিয়া গুয়েভারাও ৷ আগামী 20 ও 21 জানুয়ারি দু'দিন রাজ্যে থাকবেন তাঁরা ৷ রাজ্যের বামপন্থীদের তরফে তাঁদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে ৷ দু'দিন শহর কলকাতা (Kolkata) ও চন্দননগরে কাটিয়ে ফিরে যাবেন তাঁরা ৷ সিপিএম সূত্রে খবর, কলকাতায় থাকাকালীন বেশ কয়েকটি জায়গায় যাবেন আলেইদা ও এস্তেফানিয়া ৷

আলিমুদ্দিন সূত্রে খবর:

সিপিএমের রাজ্য কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবন সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট, ব্যারাকপুরের ইন্ডিয়ান স্ট্যাটিকটিক্যাল ইনস্টিটিউটে যাবেন আলেইদা ও এস্তেফানিয়া ৷ এই জায়গাগুলিতে তাঁদের উপস্থিতিতে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হবে ৷ সেইসব আলোচনাসভায় বর্তমান সময়ে বিশ্বব্যাপী বামপন্থীদের অবস্থান, তাঁদের বিভিন্ন কর্মসূচি ও সর্বোপরি অসংখ্য প্রতিকূলতা নিয়ে বক্তব্য পেশ করতে পারেন আলেইদা ও এস্তেফানিয়া ৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে শুক্রবার (13 জানুয়ারি, 2023) কলকাতা প্রেস ক্লাবে অথবা ডিওয়াইএফআইয়ের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন (All India Peace and Solidarity Organisation) বা এআইপিএসও (AIPSO)-র সদস্যরা ৷

আরও পড়ুন: বিচারপতির বাড়িতে পোস্টার দিয়ে নতুন তৃণমূলের ঘোষণা, কটাক্ষ সেলিমের

রবীন দেব জানান:

এআইপিএসও-র রাজ্য কমিটির সদস্য ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা রবীন দেব এই প্রসঙ্গে বলেন, "গত শতাব্দীর নয়ের দশকে কিউবার পাঁচ বিপ্লবীকে আমেরিকার জেল থেকে মুক্তি দেওয়ার দাবিতে জনমত গঠনে নানা দেশে গিয়েছিলেন আলেইদা ৷ 1998 সালে কলকাতাতেও এসেছিলেন তিনি ৷ পরবর্তীতে আমেরিকা কিউবার বিপ্লবীদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল ৷ এত দিন পর আবারও তিনি রাজ্যে আসছেন ৷ তাঁকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি নানা অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷"

আলেইদা গুয়েভারার কলকাতা সফর:

আগামী 20 জানুয়ারি সকাল 9টা 30 মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন আলেইদা গুয়েভারা ও এস্তেফানিয়া গুয়েভারা ৷ সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন এবং বাম ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ ওই দিনই দুপুর 1টা নাগাদ ব্যারাকপুরের ইন্ডিয়ান স্ট্যাটিকটিক্যাল ইনস্টিটিউটে যাবেন তাঁরা ৷ সেখান থেকে বিকেল 3টে 30 মিনিটের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ৷ কলকাতায় রাত কাটিয়ে পরের দিন, অর্থাৎ 21 জানুয়ারি সকালে রওনা দেবেন চন্দননগর ৷ সেখানে ওই দিন সকাল 9টা 30 মিনিটের মধ্যে পৌঁছনোর কথা রয়েছে আলেইদা ও এস্তেফানিয়ার ৷ তবে, দুপুরের মধ্যেই কলকাতা ফিরে আসবেন তাঁরা ৷ দুপুর 2টো নাগাদ কলেজ স্ট্রিটের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ উল্লেখ্য, গত 4 জানুয়ারি কেরালার গৌরী আম্মা ফাউন্ডেশেনের আমন্ত্রণে তিরুবনন্তপুরমে পৌঁছন চের মেয়ে ও নাতনি ৷ ভারতে থাকাকালীন কলকাতা ছাড়াও চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি ও বিজয়ওয়াড়া যাবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.