ETV Bharat / state

CBI Summons Manish Jain: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শিক্ষাসচিবকে তলব করল সিবিআই

author img

By

Published : Jun 21, 2023, 1:23 PM IST

মণীশ জৈনকে আবারও তলব করল সিবিআই ৷ নিয়োগ-দুর্নীতি মামলায় বেশ কিছু নথির হদিশ মিলছে না ৷ সেনিয়ে শিক্ষাসচিবকে এর আগের তলবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ কিন্তু, তাঁর জবাবে সিবিআই গোয়েন্দারা সন্তুষ্ট নয় বলে সূত্রের খবর ৷

CBI Summons Manish Jain ETV BHARAT
CBI Summons Manish Jain

কলকাতা, 21 জুন: ফের নিজাম প্যালেস তলব করা হল রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে ৷ সিবিআই'য়ের তরফে তাঁকে শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ কিন্তু, কেন ? সিবিআই সূত্রে খবর, নিয়োগ-দুর্নীতি মামলায় একাধিক নথিপত্র এখনও পর্যন্ত হাতে পাননি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ একাধিক জায়গায় তল্লাশি অভিযানের পরেও নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র নিখোঁজ রয়েছে ৷ সেই বিষয়ে শিক্ষাসচিবকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই'য়ের গোয়েন্দারা ৷

গত সপ্তাহে বৃহস্পতিবার নিজাম প্যালেস শিক্ষাসচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ নিজাম প্যালেস সূত্রের খবর, শিক্ষাসচিবকে সেই সময় জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হননি সিবিআই গোয়েন্দারা ৷ তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে ৷ বৃহস্পতিবার শিক্ষাসচিবকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷ নিয়োগ সংক্রান্ত যে নথি পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে ৷ কিন্তু তিনি সিবিআই আধিকারিকদের যে জবাব দিয়েছেন, তাতে তদন্তকারীরা সন্তুষ্ট নন ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের তলব শিক্ষা সচিব মণীশ জৈনকে, কাল নিজামে হাজিরার নির্দেশ

সিবিআই সূত্রে এমনটাও জানানো হয়েছে, গত বৃহস্পতিবারের জিজ্ঞাসাবাদের শিক্ষাসচিবকে করা বেশ কিছু প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি ৷ তাই আগামী পরশু অর্থাৎ, শুক্রবার ফের তলব করা হয়েছে মণীশ জৈনকে ৷ সিবিআই-এর আগে প্রায় সাড়ে 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল তাঁকে ৷ সেবার তাঁর দেওয়া প্রশ্নের জবাব রেকর্ড করেছিল সিবিআই ৷ শুক্রবার শিক্ষাসচিবকে ফের সেই সব প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ সেই উত্তরের সঙ্গে আগের জবাব ক্রস চেক করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ৷

আরও পড়ুন: বুধ-সন্ধ্যায় হঠাৎ বিকাশ ভবনে সিবিআই ! নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন

জানা গিয়েছে, সিবিআই আধিকারিকরা সন্দেহ করছেন, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্রকাশে আসার পরেই শিক্ষা দফতরের তরফে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল লোপাট করা হয়েছে ৷ আর সেই ফাইল লোপাটে রাজ্য সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা ৷ তাঁদের অনুমান, একাধিক উচ্চপদস্থ আমলা ও আধিকারিকরা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ তাঁদের বোঝাপড়ার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় বেআইনি নিয়োগ হয়েছে ৷ উল্লেখ্য, গতবার শিক্ষাসচিবকে জিজ্ঞাসাবাদে একাধিক নতুন এজেন্টদের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ তাঁদের নামের তালিকা তৈরি করে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.