ETV Bharat / state

Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ 50 জন শিক্ষক-শিক্ষিকাকে

author img

By

Published : Aug 21, 2023, 1:08 PM IST

Recruitment Scam Case
নিয়োগ দুর্নীতি মামলা

CBI Interrogates Teachers: নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিভিন্ন জেলার 50 জন শিক্ষক-শিক্ষিকা সোমবার হাজিরা দিলেন নিজাম প্যালেসে ৷

কলকাতা, 21 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছেন রাজ্যের প্রায় 400 জন শিক্ষক । সূত্রের খবর, এই 400 জন শিক্ষকের মধ্যে অধিকাংশ শিক্ষক এবং শিক্ষিকা নিজেদের পছন্দমতো পোস্টিং পেয়েছিলেন । তদন্তকারীদের অভিযোগ, তাঁরা টাকার বিনিময়ে চাকরি ও পছন্দের পোস্টিং পেয়েছিলেন । এ বার সেই পোস্টিং তাঁরা কীভাবে পেয়েছিলেন, তা জানার জন্যই আজ 50 জন শিক্ষককে তলব করেছিল সিবিআই ৷ আজ তাঁরা নিজাম প্যালেসে হাজিরা দিলেন ।

শিক্ষকদের জিজ্ঞাসাবাদ: বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই দিনাজপুর ও দুই 24 পরগনা জেলা মিলিয়ে মোট 50 জন শিক্ষক-শিক্ষিকা আজ নির্ধারিত সময় বেলা 11:30টার মধ্যে হাজিরা দেন নিজাম প্যালেসে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে । মূলত তাঁদের সঙ্গে আনতে বলা হয়েছিল নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট । মূলত এর আগেও বেশ কয়েকজন শিক্ষককে ডেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের বয়ান রেকর্ড করা হয় ।

বয়ান রেকর্ড: সিবিআই সূত্রের খবর, হাজিরা দেওয়া মোট 50 জন শিক্ষক-শিক্ষিকার আজ বয়ান রেকর্ড করা হবে ৷ পরবর্তীকালে তাঁদের দেওয়া এই বয়ান মিলিয়ে দেখা হবে যে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁরা সামিল ছিলেন কি না । পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে চাইছেন যে, তাঁরা কীভাবে নিজের পছন্দমতো পোস্টিং পেলেন । নিজের পছন্দমতো পোস্টিং পাওয়ার জন্য কাকে কত টাকা দেওয়া হয়েছিল ?

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে কুন্তল অভিযুক্ত হলেও অভিষেকের সঙ্গে এর কোনও যোগ নেই, আদালতে সওয়াল সিংভির

শিক্ষকদের তালিকা তৈরি করে তদন্ত: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা যখন রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করছে, সেই সময়ে আদালতের তরফে প্রশ্ন করা হয়েছিল যে, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা শুধু প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ৷ তবে যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরাও সমানভাবে দোষী ৷ তাঁদের কেন নাগাল পাচ্ছেন না তদন্তকারীরা ? আদালতের এই প্রশ্নের পরই বিচারপতির কাছ থেকে সময় চেয়ে সিবিআইয়ের তদন্তকারীরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিটি জেলায় যেখানে টাকার বিনিময়ে চাকরি হাসিল হয়েছে, সেই সব শিক্ষক-শিক্ষিকাদের তালিকা বানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.