ETV Bharat / state

Lalan Sheikh Death: লালন শেখ মৃত্যু মামলায় সিআইডি নিরপেক্ষ তদন্ত করছে না, হাইকোর্টে দাবি সিবিআইয়ের

author img

By

Published : Jan 9, 2023, 6:52 PM IST

লালন শেখ মৃত্যু (Lalan Sheikh Death) মামলায় সিআইডি (CID) নিরপেক্ষ তদন্ত করছে না বলে হাইকোর্টে (Calcutta High Court) দাবি করল সিবিআই (CBI)৷ তাদের দাবি, এই মামলায় রাজ্য পরিকল্পিত ভাবে সিবিআই আধিকারিকদের ফাঁসাতে চাইছে ৷

Lalan Sheikh and High Court ETV Bharat
লালন শেখ ও হাইকোর্ট

কলকাতা, 9 জানুয়ারি: লালন শেখের রহস্যমৃত্যু (Lalan Sheikh Death) মামলায় সিআইডি (CID) নিরপেক্ষ তদন্ত করছে না বলে ফের হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল করল সিবিআই (CBI)। লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য পরিকল্পিত ভাবে সিবিআই আধিকারিকদের ফাঁসাতে চাইছে বলে আর এক দফা যুক্তি সাজিয়েছেন সিবিআইয়ের আইনজীবী । আগের নির্দেশ মতো রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় সোমবার এই মামলার কেস ডাইরি জমা দিয়েছেন আদালতে । পাশাপাশি লালন শেখের দেহের ময়নাতদন্ত রিপোর্ট ও তাঁর স্ত্রীর বয়ান সংক্রান্ত রিপোর্টও আদালতে জমা দিয়েছে রাজ্য ।

এ দিন শুনানির শুরু থেকেই সিবিআইয়ের আইনজীবী টি পি সিং তাঁর সওয়ালে দাবি করেন, এই মৃত্যু মামলায় সিবিআই আধিকারিকদেরকে ফাঁসাতে একাধিক পরিকল্পনা করেছে সিআইডি । তিনি বলেন, "বিকেল 4.30-এ তিনি আত্মহত্যা করেছেন । কিন্তু একদিন পরে এফআইআর দায়ের হয় । লালন শেখের স্ত্রী রেশমা বিবি অভিযোগ করেছেন, তাঁর স্বামীর উপর অত্যাচার করা হয়েছে । কিন্তু লালন শেখকে যখন নিম্ন আদালতে তোলা হয়, তখন এই নিয়ে একটা কথাও বলেননি লালনের স্ত্রী । তিনি মনে করেন, তাঁর স্বামীর উপর সিবিআই অফিসাররা অত্যাচার করেছেন । পুরোটাই তাঁর অনুমান । এর কোনও ভিত্তি নেই । এফআইআরও তিনি নিজে দায়ের করেননি । তাঁর স্বাক্ষরও ভুয়ো । কোনও সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়নি । দেহের ময়নাতদন্ত হয়েছে পরের দিন বিকেল 3.40-এ । অর্থাৎ তখন একদিন প্রায় অতিক্রান্ত ।"

আরও পড়ুন: লালন-মৃত্যুর তদন্ত রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে পারে, আদালতে আশঙ্কা প্রকাশ সিবিআইয়ের

অন্যদিকে, রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় বলেন, সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছিল এই তদন্ত যাতে সিআইডির হাত থেকে তুলে নিয়ে তাদের হাতে দেওয়া হয় । কিন্তু এখন সিবিআই একটা বিষয়ে তাদের যুক্তি দিয়ে যাচ্ছে আদালতে, তা হচ্ছে ভুয়ো এফআইআর । সিবিআইয়ের যুক্তি, সিআইডি নিরপেক্ষ তদন্ত করছে না । তদন্ত এখনও চলছে । তার মধ্যে এই ধরনের মন্তব্য তারা কীভাবে করে ? এই মামলায় আদালতের হস্তক্ষেপের মতো কিছু নেই ।" দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.