ETV Bharat / state

Primary TET Recruitment Scam: প্রাথমিকের টেট মামলায় ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার কর্তাকে গ্রেফতার করল সিবিআই

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:47 PM IST

CBI Arrests Owner of OMR Sheet Maker Organisation: প্রাথমিকের টেটের নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার কর্তাকে গ্রেফতার করল সিবিআই ৷ আজ নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিল তদন্তকারী সংস্থা ৷ কিন্তু, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 17 অক্টোবর: প্রাথমিকের টেটে ওএমআর শিট বিকৃতি মামলায় প্রস্তুতকারী সংস্থার আরও এক কর্তাকে গ্রেফতার করা হল ৷ আজ কৌশিক মাজি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁকে এ দিন নিজাম প্যালেসের ডাকা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর ৷ সেখানেই প্রাথমিকের টেট পরীক্ষা ওএমআর শিট বিকৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

নিজাম প্যালেসে দুর্নীতি দমন শাখার অফিসে তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, অভিযোগ তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় কৌশিক মাজি অসহযোগিতা করছিলেন ৷ সেই কারণেই সিবিআই তাঁকে গ্রেফতার করেছে ৷ রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির হদিশ পায় ৷ গতকাল এই সংস্থার অন্যতম কর্তা পার্থ সেনকে গ্রেফতার করেছিল সিবিআই ৷

পার্থ সেনকে জিজ্ঞাসাবাদ করেই সংশ্লিষ্ট কোম্পানির অপর এক অংশীদার কৌশিক মাজিকে আজ তলব করেছিল সিবিআই ৷ নির্ধারিত সময়ের মধ্যেই কলকাতার নিজাম প্যালেসের অফিসে চলে আসেন তিনি ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ পদ্ধতি ৷ কিন্তু, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সিবিআই-এর কোনও প্রশ্নের উত্তরই ঠিক মতো দিচ্ছিলেন না কৌশিক মাজি ৷ শুরু থেকেই সিবিআই-কে অসহযোগিতা করে আসছিলেন ৷ সেই কারণেই দুপুরের পরে এস বসু রায় অ্যান্ড কোম্পানির দ্বিতীয় অংশীদারকে গ্রেফতার করে সিবিআই ৷

জানা গিয়েছে, 2014 সালের প্রাথমিকের টেট পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্তে নেমেই সিবিআই আজ কৌশিক মাজিকে গ্রেফতার করল ৷ অভিযোগ সেই সময় প্রাথমিকের যে টেট পরীক্ষা চাকরিপ্রার্থীরা দিয়েছিলেন, তাঁদের প্রাপ্ত নম্বর এই কৌশিক মাজি লিপিবদ্ধ করে বিভিন্ন এজেন্টদের কাছে পাঠিয়েছিলেন ৷ অভিযোগ এর পাশাপাশি সেখানে অযোগ্য যে চাকরিপ্রার্থীরা ছিল, তাঁদের নাম এবং রোল নম্বর একাধিক এজেন্টের কাছে পাঠিয়েছিলেন কৌশিক মাজি ৷ সিবিআই তদন্তে এমনই তথ্য হাতে এসেছে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন: রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ইডিকে গাইডলাইন বেঁধে দিল হাইকোর্ট

সিবিআই সূত্রে খবর, এই কৌশিক মাজি এবং পার্থ সেনের চাকরি দুর্নীতিতে যুক্ত রাজ্যের একাধিক এজেন্টদের সঙ্গে ভালোভাবে পরিচয় রয়েছে ৷ মূলত, কোন কোন প্রভাবশালীর দ্বারা তাঁরা প্রভাবিত হয়ে এই দুর্নীতি-কাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল, তা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা ৷ এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নেমে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বদের গ্রেফতার করেছেন সিবিআই ও ইডি-র তদন্তকারীরা আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.