ETV Bharat / state

Coal Scam : অভিষেকের আপ্ত সহায়ককে এখনও জিজ্ঞাসাবাদ নয় কেন, ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

author img

By

Published : Jan 18, 2022, 6:24 PM IST

হাইকোর্টের নির্দেশ ছিল কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ভার্চুয়ালি বা কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসা করতে পারে ইডি (Coal Scam Case at Calcutta High Court) ৷ কিন্তু এতদিনে একবারও জিজ্ঞাসাবাদ না করায় ক্ষুব্ধ হাইকোর্ট ৷

Coal Scam
হাইকোর্ট

কলকাতা, 18 জানুয়ারি : কয়লা কাণ্ডে এবার ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট । বিচারপতি রাজা শেখর মান্থা এই ভেবে বিস্মিত যে একজন সাক্ষীকে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না ইডি ৷ তদন্তে বিধিনিষেধ না থাকা সত্ত্বেও সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের সময়সীমা আরও দু-মাস বাড়িয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

প্রসঙ্গত, এর আগে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে দু'বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠিয়েছিল ইডি (Coal Scam Case at Calcutta High Court) । কিন্তু সুমিতবাবু এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন এই মামলায় ভার্চুয়ালি বা কলকাতার অফিসে ডেকে সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি । পাশাপাশি তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয় হাইকোর্ট ।

এরপর মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাওয়ার পর তিনি গত ডিসেম্বর মাসে নির্দেশ দেন 21 জানুয়ারি পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না । তবে তদন্তে কোনও অসুবিধা নেই । এমনকি ইডি আধিকারিকরা কলকাতার অফিসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ কিন্তু এত দিনে ইডি আধিকারিকরা একবারও সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করেনি শুনে বিস্মিত বিচারপতি । মঙ্গলবার তার জন্য সুমিতবাবুর রক্ষাকবচের মেয়াদ আরও দু'মাস বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

আরও পড়ুন : Rujira Banerjeee: 30 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন দিল্লি আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.