ETV Bharat / state

HC on Recruitment Scam: কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে জিজ্ঞাসা করুন, সিবিআইকে বললেন বিচারপতি

author img

By

Published : Jan 24, 2023, 5:30 PM IST

এসএসসি-র (SSC) মাধ্যমে নিযুক্ত হওয়া 4487 জন চতুর্থ শ্রেণির কর্মী ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ 31 জানুয়ারির মধ্যে শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

Calcutta High Court
Calcutta High Court

কলকাতা, 24 জানুয়ারি: 4487 জন বেআইনি নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ওএমআর শিট (OMR Sheet) প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । এবার সেই একই নির্দেশ দিলেন হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসু । অন্য একটি মামলার শুনানিতে এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) বলেন, ‘‘সিবিআই এই সব বিতর্কিত নিয়োগ পাওয়াদের ধরে সোজা জিজ্ঞেস করুক, কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন । এটা ইয়ার্কি হচ্ছে ! পড়ুয়াদের কথা না ভেবে এই ভাবে চাকরি পাচ্ছে, আবার সব কথা বলছে । টাকা কাদের দিয়ে চাকরি পেয়েছে, এটা জানতেই হবে সিবিআইকে (CBI) ৷’’

ক্ষুব্ধ বিচারপতি এসএসসি-কে প্রশ্ন করেন, যদি এই কর্মীদের সরিয়ে দেওয়া হয়, সেখানে দ্রুত নিয়োগের জন্য কতটা প্রস্তুত এসএসসি । কারণ কর্মী না থাকলে স্কুল চালানো সমস্যা হবে । কেন এসএসসি এঁদের সরাতে নিজে পদক্ষেপ করছে না এর পর তাঁর নির্দেশ, অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ওয়েবসাইটে 4487 জন চতুর্থ শ্রেণীর কর্মী ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর ওএমআর প্রকাশ করতে হবে । যেগুলি সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে সেই ওএমআর শিট প্রকাশ করতে হবে 31 জানুয়ারির মধ্যে । 8 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ আগেই দিলেও কমিশন এখনও তা করতে পারেনি । ফলে এবার তারা নির্দেশ মানতে পারবে কি, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

প্রসঙ্গত, গত বছরের গোড়া থেকেই নিয়োগ দুর্নীতি ঘিরে হইচই পড়েছে বাংলায় ৷ আদালতের একের পর এক নির্দেশ আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ৷ আদালতের নির্দেশেই নিয়োগ দুর্নীতি ঘিরে শুরু হয়েছে সিবিআই তদন্ত ৷ এই ঘটনায় আর্থিক লেনদেনের বিষয়টি জড়িয়ে যাওয়ায় ইডিও তদন্তে নামে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বাংলার তৎকালীন শিল্পমন্ত্রী তথা সেই সময় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় ৷ তার পর এসএসসির প্রাক্তন উপদেষ্টা, উপদেষ্টা কমিটির সদস্য, দু’জন প্রাক্তন চেয়ারম্যানও গ্রেফতার হয়েছেন ৷

টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ কিন্তু কাদের টাকা দেওয়া হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ ফলে বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন যা বলেছেন, সেই প্রক্রিয়া সিবিআই শুরু করলে কারা টাকা নিয়েছেন, সেই তথ্য সামনে আসতে পারে বলে অনেকে মনে করছেন ৷

আরও পড়ুন: কমিশনের ওয়েবসাইটে অবিলম্বে 100টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.