ETV Bharat / state

CISF Security for Koustav Bagchi: কৌস্তভ বাগচীকে সিআইএসএফ নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Apr 21, 2023, 2:14 PM IST

কৌস্তভ বাগচীর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আবেদবন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আপাতত 1 মাস এই নির্দেশ বহাল থাকবে ৷ তবে, কতসংখ্যায় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে, তা নির্ভর করবে সিআইএসএফ-এর উপর ৷

CISF Security for Koustav Bagchi ETV BHARAT
CISF Security for Koustav Bagchi

কলকাতা, 21 এপ্রিল: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ তবে, কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করতে হবে কৌস্তভকেই ৷ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আপাতত একমাসের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে ৷ তবে, দিনে কতজন জওয়ান এই নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেই ব্যাপারে বাহিনী সিদ্ধান্ত নেবে বলে পর্যবেক্ষণ বিচারপতির ৷ মামলার পরবর্তী শুনানি 11 মে ৷

কেন্দ্রের তরফে এ দিন জানানো হয়েছে, সিআইএসএফ কেন্দ্রীয় শিল্পতালুকগুলিতে নিরাপত্তা দিয়ে থাকে ৷ রাজ্যের তরফে সরকারি আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা নিয়ে আপত্তি জানান ৷ তিনি আদালতে সওয়াল করেন, এতদিন রাজ্যের পুলিশ নিরাপত্তা দিচ্ছে আইনজীবী তথা কংগ্রেস নেতাকে ৷ সেখানে কোনও অভিযোগ নেই ৷ তাহলে কেন কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে ?

কৌস্তভ বাগচি নিজের হয়ে পালটা সওয়ালে জানান, তিনি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে শাসকদলের বিরাগভাজন ৷ সেখানে পুলিশের নিরাপত্তা কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কৌস্তভ বাগচী ৷ তাই তাঁর উপরে হামলার একটা আশঙ্কা থাকছে বলে আদালতে জানান কৌস্তভ ৷ এর পরেই কৌস্তভ বাগচীকে আগামী 1 মাসের জন্য সিআইএসএফ-এর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

উল্লেখ্য, এই মামলায় কৌস্তভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রের তরফে আপত্তি তোলা হয়েছিল ৷ গত 20 মার্চ এই মামলার শুনানিতে সেই আপত্তির কথা জানিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রের আইনজীবী ৷ সেখানে বলা হয়, কৌস্তভ বাগচীর বাড়িতে পরিকাঠামোগত সমস্যা রয়েছে ৷ সেই কারণে ওই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷ বাহিনীর থাকার ব্যবস্থা নেই সেখানে ৷ কৌস্তভ বাগচীর ভাড়া বাড়িতে বাহিনীর পৌঁছানোর ক্ষেত্রেও সমস্যা রয়েছে ৷

আরও পড়ুন: কৌস্তভকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে অপারগ, আদালতে জানাল কেন্দ্র

কিন্তু, সেই সব আপত্তি সত্ত্বেও কৌস্তভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস ও বামেদের জোট প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হন ৷ তারপর কৌস্তভের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আক্রমণের অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় বড়তলা থানার পুলিশ কৌস্তভকে গ্রেফতার করে ৷ পরবর্তী সময়ে ব্যাঙ্কশাল আদালতে কৌস্তভ জামিন পান ৷ পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টে বড়তলা থানায় দায়ের হওয়া অভিযোগেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.