ETV Bharat / state

Calcutta High Court: বাঁকুড়ার হেরিটেজ ভবন এডওয়ার্ড মেমোরিয়াল হলকে বেআইনি নির্মাণমুক্ত করার নির্দেশ হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:22 PM IST

Updated : Aug 30, 2023, 7:44 PM IST

বাঁকুড়া শহরের অন্যতম প্রসিদ্ধ হেরিটেজ ভবন ‘এডওয়ার্ড মেমোরিয়াল হল’ চত্বর থেকে সমস্ত বেআইনি নির্মাণ সরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ জেলাশাসক এই বিষয়ে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 30 অগস্ট: বাঁকুড়ার হেরিটেজ ভবন ‘এডওয়ার্ড মেমোরিয়াল হল’ থেকে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ নির্দেশে বলা হয়েছে জেলাশাসককে আগামী দু’সপ্তাহের মধ্যে এই হেরিটেজ ভবনের এলাকা চিহ্নিত করতে হবে ও সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে ।

রানি ভিক্টোরিয়ার জেষ্ঠ্য পুত্র এলবার্ট এডওয়ার্ড ৷ ইতিহাস বলছে 1901 থেকে 1910 সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি ৷ তাঁর স্মরণে বাঁকুড়া সদরে তৈরি হওয়া এডওয়ার্ড মেমোরিয়াল হলটি আগেই হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত করা হয়েছে । 1911 সালে সেটি জনগণের জন্য খুলেও দেওয়া হয় ৷ কিন্তু অভিযোগ, এই হেরিটেজ ভবনের একাংশ দখল করে স্টাফ কোয়ার্টার ও একাধিক পাকা স্টল নির্মাণ করেছে খোদ বাঁকুড়া পৌরসভা । অন্যদিকে, ভবনের আরেকটি অংশ দখল করেছে বাম সরকারি কর্মচারিদের সংগঠন স্টেট কো-অর্ডিনেশন কমিটি বলে অভিযোগ ।

এমনই একাধিক বেআইনি নির্মানের অভিযোগ তুলে এই হেরিটেজ ভবনটি বেআইনি দখলদার মুক্ত করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ নামে একটি সংগঠন । সেই মামলায় আগেই জেলা ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার অধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট । সেই রিপোর্টে বেআইনি দখলদারির কথা উল্লেখ করা হয় ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভায় আবাসন প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য, হাইকোর্টে চেয়ারম্যান-সহ 7 কাউন্সিলর

এরপর বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, জেলাশাসক একটি দল গঠন করে দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের সীমানা চিহ্নিত করবেন । সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে । নির্মাণ ভাঙার সময়ে পৌরসভার আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ । রাজ্যের হেরিটেজ ভবনগুলি রক্ষায় হাইকোর্টের এদিনের নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Aug 30, 2023, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.