ETV Bharat / state

Calcutta High Court: চোলাই মদ খেয়ে মারা গেলে 2 লাখ, কোভিডে মৃত্যুতে কত? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 7:57 PM IST

Calcutta High Court Justice Abhijit Gangopadhyay: কোভিডে মৃত্যুর পর এক শিক্ষকের পরিবার কোনও সরকারি আর্থিক সাহায্য পায়নি বলে অভিযোগ ৷ এমনকী, ওই শিক্ষকের স্ত্রীও চাকরি পাননি বলে অভিযোগ উঠেছে ৷ মৃত শিক্ষকের স্ত্রী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, চোলাই মদ খেয়ে মারা গেলে 2 লাখ, কোভিডে মৃত্যুতে কত ?

Calcutta High Court
Calcutta High Court

কলকাতা, 22 সেপ্টেম্বর: করোনায় মৃত এক প্রাথমিক শিক্ষকের স্ত্রীর দায়ের করা মামলায় এবার রাজ্যকে ফের বিঁধলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিচারপতির প্রশ্ন, "চোলাই মদ খেয়ে মারা গেলে 2 লাখ, কোভিডে মৃত্যুতে কত ? আদৌ টাকা দেওয়া হয় ?" এর পরই তিনি তিনি ইঙ্গিতে বলেন, "কে একটা ভাইপো আছেন, তাঁর বাড়ি চারতলা । কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা ?"

2020 সালের 1 অগস্ট কোভিডে মৃত্যু হয় উত্তর 24 পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতিকুমার সরকারের । চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী দীপ্তি সরকার । তাঁর দুই সন্তান রয়েছে । চাকরি ও আর্থিক সাহায্য কিছুই পাননি বলে মামলায় দাবি করেছেন তিনি । সেই মামলার শুনানিতেই বিচারপতি এই প্রশ্ন তোলেন ৷ এই মামলার পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর ৷

উল্লেখ্য, কয়েক বছর আগে রাজ্যে চোলাই মদ (বিষমদ) খেয়ে বেশ কিছু লোক মারা যাওয়ায় তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । অন্যদিকে করোনায় মৃতদের জন্য কেন্দ্র ও রাজ্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল । কিন্তু মৃত শিক্ষকের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি কোনও অর্থ পাননি । একই সঙ্গে তাঁর স্বামীর চাকরি যাতে তাঁকে দেওয়া হয়, সেই আবেদনেও সাড়া পাননি । তাঁর দুই সন্তান রয়েছে । এই পরিস্থিতিতে তিনি আর্থিক সমস্যায় পড়েছেন ।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি ধরা পড়ার পর থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানবিক মুখ বারবার সামনে এসেছে । তাঁর এক্তিয়ার বর্হিভূত বিষয় নিয়ে একাধিক বার দেখা গিয়েছে সুরাহা চাইতে রাজ্যের দুরদুরান্ত থেকে লোকজন এসেছেন তাঁর কাছে । সবাইকে সুরাহা দিতে না পারলেও সুপরামর্শ দিয়েছেন তিনি । তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিজে সেই ব্যক্তিদের মামলার বিচারের বিষয়ে হস্তক্ষেপ করেছেন । বর্তমান মামলাটি সেই রকম না হলেও মামলার বয়ান অনুযায়ী ফের একবার বিচারপতির সাহায্যেরই কার্যত প্রার্থনা জানিয়েছেন মামলাকারী ।

আরও পড়ুন: ভাইপো মন্তব্যের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে আসার চ্যালেঞ্জ কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.