ETV Bharat / state

HC Extends Soumendu's Protection: দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আরও তিনসপ্তাহ বাড়াল সৌমেন্দুর রক্ষাকবচ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:19 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Soumendu Adhikari Gets Extended Protection: আরও কিছুদিনের জন্য আদালতের সুরক্ষা কবচ পেলেন সৌমেন্দু অধিকারী ৷ তবে, 3 সপ্তাহের রক্ষাকবচে কাঁথি পৌরসভার দুর্নীতি মামলায় সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী-সহ বাকিদের রক্ষাকবচের মেয়াদ 3 সপ্তাহের জন্য বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার মোট 9টি মামলা দায়ের করেছিল ৷ সেই মামলাগুলির প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ এই আশংকায় গত 13 জুন সৌমেন্দু এবং অন্যান্যরা কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেন ৷ এ দিন সেই মামলার ফের শুনানিতে আরও তিন সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে আদালত ৷

আজ বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সময় নির্দেশে বলেন, ‘‘এই তিন সপ্তাহের মধ্যে তদন্তের স্বার্থে পুলিশ সকলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে ৷ তবে, দু’দিন ও 2 ঘণ্টার বেশি একজনকে তলব করা যাবে না ৷’’ এ দিন আদালতে সৌমেন্দু অধিকারী আলাদাভাবে নিজের জন্য অতিরিক্ত সুরক্ষার আবেদন করেন ৷ কিন্তু, তা খারিজ করে দেন বিচারপতি ৷

আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘‘সৌমেন্দু অধিকারী আলাদা করে বাড়তি সুরক্ষাকবচ চাইলে, তিনি পৃথক মামলা করতে পারেন ৷ কিন্তু, চলতি রক্ষাকবচের মামলায় আরও অনেকে যুক্ত রয়েছেন ৷ তাই এই মামলায় যা নির্দেশ দেওয়া হবে, তা সকলের জন্য ৷ সেখানে সৌমেন্দু অধিকারী বাড়তি সুবিধা পাবেন না ৷ এর জন্য তাঁকে আলাদা একটি আবেদন করতে হবে ৷’’ সৌমেন্দুর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নতুন কোনও মামলা দায়ের করে হেনস্তা করতে পারেন ৷

গত 13 জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী-সহ আরও অনেকে ৷ তাঁদের আবেদন বলা হয়, ‘‘রাজ্য তাঁদের বিরুদ্ধে নানান অভিযোগে একাধিক এফয়াইয়ার করে রেখেছে ৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের নতুন করে মিথ্যা মামলায় ফাঁসাতে পারে ৷’’ আর এই মামলাগুলি তাঁদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই হয়েছে বলে উল্লেখ করেছিলেন সৌমেন্দু এবং বাকিরা ৷

আরও পড়ুন: কাঁথি পৌরসভা নিয়ে সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে নির্দেশ সিবিআইকে

কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশানের জমি বিক্রি এবং টেন্ডার দুর্নীতি-সহ একাধিক অভিযোগে মোট 9টি মামলা পুলিশ দায়ের করেছিল ৷ হাইকোর্ট যার মধ্যে একটি খারিজও করে দিয়েছে ৷ 13 জুনের আবেদনের ভিত্তিতে সৌমেন্দু-সহ বাকিদের 15 জুন রক্ষাকবচের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আজ সেই নির্দেশের মেয়াদ শেষ হয় ৷ যার শুনানিতে নতুন করে শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেলেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.