ETV Bharat / state

Mukul Roy PAC chairman case: মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান মামলা স্পিকারকে ফেরত পাঠাল হাইকোর্ট

author img

By

Published : Apr 11, 2022, 3:57 PM IST

Updated : Apr 11, 2022, 6:03 PM IST

Calcutta HC sends Mukul Roy PAC chairman case to Assembly speaker
মুকুল রায় পিএসসির চেয়ারম্যান মামলা স্পিকারকে ফেরত পাঠাল হাইকোর্ট

মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলা (Mukul Roy PAC chairman case) বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly speaker) কাছে পাঠাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

কলকাতা, 11 এপ্রিল: মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলা (Mukul Roy PAC chairman case) বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly speaker) কাছে ফেরত পাঠাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । প্রধান বিচারপতি নির্দেশে বলেছেন, এই মামলায় যে নথিপত্র দেওয়া হয়েছে, মামলা বিচার করার পক্ষে তা যথেষ্ট নয় । সেই কারণে স্পিকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ।

নির্দেশের ব্যাপারে মামলাকারী অম্বিকা রায় ও শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যে যোগদান সংক্রান্ত সাংবাদিক বৈঠক হয়েছিল, তার ফুটেজের প্রেক্ষিতেই স্পিকার যেন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, আদালত নির্দেশে তা জানিয়েছে । আদালতের মনে হয়েছে এই মামলায় বিচারপর্ব সারার জন্য যে নথিপত্র প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি ৷ সেই কারণে হাইকোর্টের পক্ষে এই মামলার বিচার করা সম্ভব নয় ।"

আরও পড়ুন: PAC Chairman Case : বিজেপি সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান মুকুল, হাইকোর্টে সওয়াল রাজ্যের

এর আগে গত বছরের 28 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সংক্রান্ত এক মামলার নির্দেশে জানায়, বিধানসভার স্পিকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিষয়টি বিধানসভায় শুনানির পর জানিয়ে দেন যে, মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক, তিনি বিজেপিতে রয়েছেন । ফলে বিরোধী দলের সদস্য হিসেবে তিনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে থাকলে তাতে কোনও সমস্যা নেই ।

মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান মামলা স্পিকারকে ফেরত পাঠাল হাইকোর্ট

আরও পড়ুন: মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান ? হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের

স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায় । কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা হাইকোর্টে বিচার করার নির্দেশ দিয়ে ফেরত পাঠায় । এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দীর্ঘদিন শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল এই মামলার ।

Last Updated :Apr 11, 2022, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.