ETV Bharat / state

Recruitment Scam: মুর্শিদাবাদের বেআইনি শিক্ষক মামলায় সিআইডির তদন্তে ক্ষুব্ধ বিচারপতি, রিপোর্ট চাইলেন 7 দিনের মধ্যে

author img

By

Published : Aug 10, 2023, 1:05 PM IST

Cal HC
কলকাতা হাইকোর্ট

মুর্শিদাবাদে বেআইনি ভাবে নিযুক্ত শিক্ষক মামলায় সিআইডির তদন্তে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷ তিনি আগামী 7 দিনের মধ্যে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

কলকাতা, 10 অগস্ট: বেআইনি ভাবে নিয়োগ পাওয়া মুর্শিদাবাদের শিক্ষক অনিমেষ তিওয়ারি মামলায় সিআইডির তদন্তের প্রক্রিয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট । আগামী সাতদিনের মধ্যে সিআইডির কাছে এই নিয়ে রিপোর্ট চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

বিচারপতি বৃহস্পতিবার আদালতে উপস্থিত তদন্তকারী দলের সদস্যদের বলেন, "আদালতকে অন্ধকারে রাখবেন না । রাজ্য কারওকে বাঁচাতে চাইলে সেটা আলাদা বিষয় ৷" বিচারপতির নির্দেশ, অনিমেষ তিওয়ারির বিষয়ে টিম কী তদন্ত করেছে এতদিন, তা জানিয়ে 17 অগস্ট রাজ্য হলফনামা জমা দেবে আদালতে । 17 তারিখ এই নিয়ে ইতিবাচক ফলাফল আশা করে আদালত ।

এ দিন শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, "সিআইডির তদন্তকারী দলের নাম ও তাঁদের পদমর্যাদা কী তা জানান আদালতকে । অন্তত একজন দায়িত্বসম্পন্ন তদন্তকারী অফিসারের শুনানির সময় আদালতে উপস্থিত থাকা উচিত । তাঁরা সব কোথায় ছিলেন গতকাল ?"

রাজ্য জানায়, "ডিএসপি ছিলেন মুর্শিদাবাদে । এবং এই মামলার তদন্তকারী অফিসার (আইও) ছিলেন গঙ্গারামপুরে । আজ আইও-সহ চার জন আদালতে উপস্থিত আছেন । রিপোর্টে টিমের সদস্যদের নাম লেখা নেই, তবে তাঁদের পদ লেখা রয়েছে । আইও ছাড়া এই টিমের কোনও সদস্য বদল হননি ।"

বিচারপতি বসু তখন বলেন, "আপনারা পদমর্যাদা দিয়েছেন, নাম দেননি, হতেই পারে কাল একজন সদস্য বদল হল...একই পদমর্যাদার অন্য ব্যক্তি টিমে চলে এলো ! ডিআইজি কে জিজ্ঞাসা করুন, কোর্ট মনিটরিং-এ থাকা তদন্তে এটা কি টিম গঠনের নিয়ম ?"

মামলাকারী চাকরিপ্রার্থীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "নিয়োগ দুর্নীতিতে সিবিআই আগে থেকেই তদন্ত করছে । সেই ক্ষেত্রে সিআইডির এই সমান্তরাল তদন্ততে সমস্যা হচ্ছে ।"

তখন বিচারপতি বলেন, "আমি দেখতে চাই, তদন্তকারী টিমে সদস্যদের নাম দিয়ে টিম গঠন হল কি না ! টিমের সদস্যদের মধ্যে কতজন আজ আদালতে আছেন ? গতকাল একজনও আসতে পারলেন না ? সবাই তদন্ত করছিলেন ? কিছু শিক্ষক দিনের পর দিন বেতন নিচ্ছেন । যাঁদের কাছে প্রপার নিয়োগপত্র নেই । সিআইডি কী তদন্ত করছে ? আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে তদন্তের জন্য । আর সময় দেওয়া সম্ভব নয় । কিছু ডিআই আর বাবা-ছেলেকে শুধু গ্রেফতার করলেই এই দুর্নীতি চক্রের তদন্ত হয়ে যায় না !"

উল্লেখ্য, অনিমেষ তিওয়ারিকে নিয়োগের ঘটনায় গোথা হাইস্কুলের প্রধান বিচারপতি আশিস তিওয়ারি, যিনি সম্পর্কে অনিমেষের বাবা, তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি । ক্ষুব্ধ বিচারপতি এ দিন তদন্তকারী আধিকারিককে বলেন, "আপনি কি শুধু মুর্শিদাবাদে ঘোরাফেরা করবেন ? না বাইরে যাবেন ? আপনি কি ভাবছেন কেউ আপনার হাতে এসে তথ্য তুলে দিয়ে যাবে ?" তদন্তকারী অফিসার তখন জবাবে বলেন, " না, যেমন তথ্য পাব তেমন যাব ।"

আরও পড়ুন: সাত প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বক্তব্যে অসঙ্গতি

বিচারপতি তখন সাফ জানিয়ে দেন যে, "7 দিনের বেশি সময় দেওয়া সম্ভব নয় । এই তদন্তে আরও গ্রেফতারি প্রয়োজন । পরের শুনানির দিন রিপোর্ট দিয়ে জানান । টিমকে মুভ করান । টিম করে মুভ করান । একজন এখানে তো অন্যজন অন্য কোথাও । আমার ইতিবাচক রেজাল্ট চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.