ETV Bharat / state

Suvendu on CAA Implementation: এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

author img

By

Published : Nov 1, 2022, 2:10 PM IST

Updated : Nov 1, 2022, 4:49 PM IST

রাজ্যে চালু হবে নাগরকিত্ব সংশোধনী আইন (CAA) ৷ দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)৷

caa-to-be-implemented-in-west-bengal-says-suvendu-adhikari
এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

কলকাতা, 1 নভেম্বর: গুজরাতের মতোই রাজ্যেও চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ৷ এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

আজ রাজ্য নির্বাচন কমিশনে খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানিয়ে চিঠি দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu on CAA Implementation)৷ তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সিএএ চালু (CAA to be implemented in West Bengal) করা নিয়ে তিনি বলেন, "সংসদের উভয় কক্ষেই পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন । গুজরাতে এই আইন চালু হয়েছে । এ বার পশ্চিমবঙ্গেও হবে । এক যাত্রায় তো পৃথক ফল হয় না । এর ফলে মতুয়া এবং নমঃশূদ্ররাও সুবিধা পাবেন ।"

আরও পড়ুন: গুজরাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান, ঘুরপথে সিএএ লাগুর সম্ভাবনা দেখছে বিরোধীরা

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে হলদিয়ায় বাড়তি দায়িত্ব দেওয়া নিয়ে শুভেন্দু অধিকারী তাঁকেও একহাত নিতে ছাড়েননি । এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রেগে গিয়ে তিনি বলেন, "ইনি তিন বছরেরও বেশি সময় চুরির দায়ে জেলে ছিলেন । তিন কোটিরও বেশি টাকা ইডিকে দিতে হয়েছে । তাঁর সম্বন্ধে আমি কিছু বলতে চাই না । তাছাড়া আমার কোনও গড় নেই । আমি ভারতবাসী । আমি সনাতন ধর্মে বিশ্বাস করি । ভারতবর্ষই আমার গড় ৷ আমার নির্দিষ্ট কোনও গড় নেই ।"

জেলার বিডিও-দের কেও কেন্দ্রের টাকা ঠিক ভাবে ব্যয় করা নিয়ে সতর্ক করেন বিরোধী দলনেতা । এ প্রসঙ্গে তিনি বলেন, দুয়ারে সরকারের যে হ্যান্ডবিল ছাপানো হয়েছে সেটাও মিড ডে মিলের টাকা থেকে ।

Last Updated : Nov 1, 2022, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.