ETV Bharat / state

Tala Bridge: পুরনো ছন্দে ফিরছে উত্তর কলকাতা, চতুর্থী থেকে বাস চলাচল শুরু টালা ব্রিজে

author img

By

Published : Sep 25, 2022, 2:01 PM IST

Updated : Sep 25, 2022, 2:22 PM IST

Bus service to start from Chaturthi at Tala Bridge
Bus service to start from Chaturthi at Tala Bridge

উত্তর শহরতলীর বহু বাস ফিরে পেতে চলেছে তার পুরনো রুট ৷ টালা ব্রিজে (Tala Bridge) চতুর্থী থেকে শুরু বাস চলাচল ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: এবার যানজট সমস্যা মিটতে চলেছে উত্তর কলকাতায় । চতুর্থীর দিন থেকে টালা ব্রিজে চলবে বাস (Bus service to start from Chaturthi at Tala Bridge) । গতকাল থেকে ছোট গাড়ি চলতে শুরু করেছে, অপেক্ষা ছিল বড় গাড়ি চলার ক্ষেত্রে ছাড়পত্রের । মনে করা হচ্ছে 29 তারিখ থেকেই সেই ছাড়পত্র এসে যাবে । তবে এখনই টালা ব্রিজে বড় ট্রাক উঠতে দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট নয় । জানা গিয়েছে, ধাপে ধাপে সেক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হবে । এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কারের পর টালা ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

উদ্বোধনের দিন থেকেই বাস মালিক সংগঠনের তরফে দাবি তোলা হয়েছিল, উত্তর শহরতলীর যানজটের কথা মাথায় রেখে বাস চলাচলের অনুমতি যত দ্রুত সম্ভব দেওয়া হোক টালা ব্রিজে । বিশেষজ্ঞ কমিটির পরামর্শের ভিত্তিতে তখনই বাস চলাচলে রাজি হয়নি রাজ্য সরকার । তবে নবান্নের তরফে বাস মালিক সংগঠনগুলিকে যে তথ্য দিয়েছে সরকার, তাতে মনে করা হচ্ছে 29 তারিখের পর থেকে আবার টালা ব্রিজে বাস চলাচল শুরু হতে পারে ।

প্রসঙ্গত, 2020 সালের ফেব্রুয়ারিতে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয় । ওই বছরের এপ্রিলে শেষ হয় সেই কাজ । তার পর সেতু সংস্কার শুরু হয় । টালা সেতুর সংস্কারের জন্য মোট 465.11 কোটি টাকা খরচ হয়েছে । 743.43 মিটার লম্বা টালা সেতু প্রায় আড়াই বছর পর ফিরে পেল শহর । করোনার কারণে সেতুর কাজ শেষ হতে অতিরিক্ত সময় লেগেছে ।

আরও পড়ুন: উত্তর কলকাতার মানুষকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, খুলে গেল টালা ব্রিজ

সমস্যা হল এতদিন পর্যন্ত শহরতলী থেকে যে বিপুল সংখ্যক বাস বিভিন্ন পথ ঘুরে কলকাতায় আসত । সেগুলি আবার তাদের পুরনো রুট ফিরে পেতে চলেছে । আর সে কারণেই টালা ব্রিজে বাস চলাচলের বিষয়টি এত গুরুত্বপূর্ণ । এতদিন উত্তর শহরতলীর মানুষকে হাতে সময় নিয়ে কলকাতার জন্য বের হতে হত । এবার তারা কম সময়ে কলকাতায় আসতে এবং ফেরত যেতে পারবে ।

Last Updated :Sep 25, 2022, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.