ETV Bharat / state

এখনও মেলেনি স্বাস্থ্য পরিষেবায় ভাড়া খাটার অর্থ, সংকটে বাসমালিক ও কর্মীরা

author img

By

Published : May 29, 2021, 10:20 PM IST

বেসরকারি পরিবহণের সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে করোনা পরিস্থিতি ।

চরম সংকটে বাস মালিক ও কর্মীরা
চরম সংকটে বাস মালিক ও কর্মীরা

কলকাতা, 29 মে : করোনা মোকাবিলায় আবারও 15 দিনের কার্যত লকডাউন ঘোষণা করা হল । বন্ধ রয়েছে গণপরিবহণ । আগের লকডাউনের পর আবারও একটা করোনা বিধিনিষেধ আর্থিকভাবে বেসরকারি পরিবহণের সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে । আগের লকডাউনে স্বাস্থ্য পরিষেবার খাতে যে বেসরকারি বাসগুলি নেওয়া হয়েছিল তার জন্য কিছু টাকা দেওয়া হয়েছে ৷ এখনও বাকি রয়েছে পাওনা টাকা ৷ বকেয়া টাকার অঙ্ক নেহাত কম নয়, দাবি বাস মালিকদের ।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "গতবছর দীর্ঘ লকডাউনের পর থেকে বাসে যাত্রী সংখ্যা অপ্রতুল । তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির দাম । বাড়ি থেকে টাকা দিয়ে বাস চালাতে হয়েছে । বেসরকারি পরিবহণ শিল্প নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই । আমরা কেমন আছি সেই খোঁজও কেউ রাখেনি । চূড়ান্ত আর্থিক সমস্যায় দিন কাটছে আমাদের । যদিও অনেকটা টাকাই দিয়ে দেওয়া হয়েছে । বকেয়া টাকা পেলে আমরা সংসার চালাতে পারব ।"

চরম সংকটে বাস মালিক ও কর্মীরা
চরম সংকটে বাস মালিক ও কর্মীরা

আরও পড়ুন : বাংলার ও বাঙালির উপর এত রাগ কেন ? মোদি-শাহকে প্রশ্ন মমতার

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আগেরবার স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদের বহু বাস ও মিনিবাস নেওয়া হয়েছিল । অনেকটা টাকা মিটিয়ে দেওয়া হলেও বেশ কয়েকজন মালিকদের অনেকটা টাকা বাকি রয়েছে । বর্তমান পরিস্থিতিতে বাস মালিকরা খুব আর্থিক অসুবিধার মধ্যে রয়েছেন । পাশাপাশি পরিবহণ মালিকদের জন্য কোনও সাহায্য বা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়নি । তাই প্রশাসনের কাছে আমাদের আর্জি, তারা যেন আমাদের বকেয়া টাকা অবিলম্বে মেটাবার ব্যবস্থা করেন ।" কর্মীদের পরিবারের দিকে মালিকরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও মালিকরাও অভাবে রয়েছে বলে জানান তিনি ।

পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, "আমি দায়িত্বভার সবে নিয়েছি । বিষয়টি সম্বন্ধে আমাকে আরও জানতে হবে । তবে আপনাদের মাধ্যমে আমি বাসমালিকদের বলতে চাই যে, তাঁরা যদি একটি চিঠি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে আমি বিষয়টি খতিয়ে দেখব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.