ETV Bharat / state

আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

author img

By

Published : May 20, 2021, 12:33 PM IST

বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানালেন তাঁর চিকিৎসকরা ৷ বাড়িতেই বাইপ্যাপ সাপোর্টে চলছে তাঁর চিকিৎসা ।

আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য
আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা, 20 মে : আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর । বুধবার হাসপাতালে যাওয়ার কথা বলা হলেও রাজি হননি তিনি । আপাতত বাড়িতেই বাইপ্যাপ সাপোর্টে চলছে তাঁর চিকিৎসা । বাইপ্যাপের সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা 90 শতাংশ বেশি রয়েছে । তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা ।


বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর । বর্তমানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । সাপোর্ট ছাড়া তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা রয়েছে 98 শতাংশ ৷ স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড । এর আগে রেডিও ডায়াগনোসিস করে দেখা যায় ফুসফুসে কোনও সমস্যা নেই মীরাদেবীর ।

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে আজ ভার্চুয়ালি মুখোমুখি হতে পারেন মোদি-মমতা

মঙ্গলবার বুদ্ধবাবু ও তাঁর স্ত্রীর আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । এরপর শারীরিক অবস্থার অবনতির কারণে সেদিন সন্ধ্যেবেলাতেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ৷ এদিকে সেদিন থেকে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.