ETV Bharat / state

ছয় মাস ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির টেলিফোন বিকল, সুরাহা হয়নি এখনও

author img

By

Published : Oct 8, 2020, 10:31 PM IST

দীর্ঘদিন ধরে অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় সরাসরি টেলিফোন ভবনেই যোগাযোগ করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে।

Buddhadev Bhattacharya's landline out of function
টেলিফোন ভবন

কলকাতা, 10 অক্টোবর : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়ির ল্যান্ডলাইন টেলিফোনটি গত ছ'মাস ধরে বিকল হয়ে রয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির BSNL-এর ল্যান্ডলাইন টেলিফোন সংযোগটি দীর্ঘ কয়েক দশকের । গত ছ'মাস ধরে বিকল হয়ে রয়েছে এটি ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার থেকে BSNL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে একাধিকবার । এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ । কবে ল্যান্ডলাইন টেলিফোনটির পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি । BSNL-এর লাগাতার আন্দোলন এবং অবস্থান-বিক্ষোভের ফলে অনেক কর্মী কাজ করতে চাইছেন না । ফলে শহরের বিভিন্ন এলাকার বেশকিছু ল্যান্ডলাইন টেলিফোন বিকল হয়ে পড়ে রয়েছে ।

কী বলছেন BSNL-এর কর্মী ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কোনও মোবাইল ফোন নেই । পরিবারের অন্য সদস্যদের মোবাইল ফোন থাকলেও ল্যান্ডলাইনের উপরে বেশি নির্ভর করেন তাঁরা । বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন । নিয়মিত দলের সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনের সঙ্গে তাঁর যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই ল্যান্ডলাইন টেলিফোনটি ।

আরও পড়ুন : পাতে পছন্দের কুমড়ো-ছোলার তরকারি, আগের থেকে সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য

স্বেচ্ছায় গৃহবন্দি হওয়ার পর থেকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই টেলিফোনটি । দীর্ঘদিন ধরে অভিযোগ জানানোর পরও সুরাহা না মেলায় সরাসরি টেলিফোন ভবনেই যোগাযোগ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে। কলকাতা টেলিফোনসের কর্মী সংগঠনের পক্ষ থেকে শিশির রায় জানিয়েছেন, "সমগ্র বিষয়টি চিফ জেনেরাল ম্যানেজারকে জানানো হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.