ETV Bharat / state

Measles Rubella Vaccination: হাম-রুবেলার টিকাকরণে রাজ্যে শেষ স্থানে কলকাতার 15 নম্বর বরো !

author img

By

Published : Feb 26, 2023, 10:39 PM IST

Borough Number 15 of KMC ranked last in West Bengal for Measles Rubella Vaccination
ফাইল ছবি

হাম ও রুবেলা প্রতিরোধী টিকাকরণে (Measles Rubella Vaccination) পিছিয়ে পড়ল শহর কলকাতা ৷ নেপথ্যের কারণ কী ?

কলকাতা, 26 ফেব্রুয়ারি: আশঙ্কাই সত্যি হল ! অসচেতনতার জেরে রাজ্যের রাজধানী কলকাতারই একাংশ কার্যত 'ফেল' করল হাম ও রুবেলা প্রতিরোধী টিকাকরণ (Measles Rubella Vaccination) কর্মসূচিতে ৷ তথ্য বলছে, সারা পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা ও পৌরনিগমের মধ্যে সবথেকে কম টিকাকরণ হয়েছে কলকাতা পৌরনিগমের 15 নম্বর বরো অঞ্চলে (Borough Number 15 of KMC) ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পেশ করা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য ৷

পৌরনিগম সূত্রে খবর, হাম ও রুবেলার টিকাকরণ নিয়ে প্রথম থেকেই আশঙ্কায় ছিল কর্তৃপক্ষ ৷ বিশেষ করে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের একাংশের অভিভাবকরা টিকাকরণে অনীহা দেখিয়েছিলেন ! এমনকী, সংশ্লিষ্ট স্কুলগুলিও বিষয়টিকে পাত্তা দেয়নি ! রাজ্যের অন্য জেলাগুলিতে এমন ঘটনা না ঘটলেও নির্দিষ্ট কিছু অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের অসহযোগিতার জন্য এই টিকাকরণ কর্মসূচি 100 শতাংশ সফল হচ্ছে না ৷ তাই, একপ্রকার বাধ্য হয়েই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে হাম ও রুবেলার টিকাকরণের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই টিকাকরণ চলবে আগামী 31 মার্চ পর্যন্ত ৷

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

কেএমসি সূত্রে আরও জানা গিয়েছে, শহরের 15 নম্বর বরোয় টিকাকরণ কর্মসূচির বেহাল দশা ৷ এই এলাকার মধ্যে পড়ে খিদিরপুর, গার্ডেনরিচ অঞ্চল ৷ এই এলাকাতেই টিকাকরণের হার সবথেকে কম ৷ এখনও পর্যন্ত মাত্র 39 শতাংশ টিকাকরণ হয়েছে ! সব মিলিয়ে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এলাকায় 62 হাজার 207 জন শিশুর মধ্যে মাত্র 23 হাজার 251 জন শিশুর টিকাকরণ করানো সম্ভব হয়েছে ৷

তথ্য বলছে, শহরের 15 নম্বর বরো এলাকায় প্রথম থেকেই হাম ও রুবেলার টিকাকরণের প্রবণতা একদম তলানিতে ছিল ৷ যার জেরে মেয়র ফিরহাদ হাকিম নিজে সচেতনতা বৃদ্ধির জন্য পৌরনিগমের স্বাস্থ্য বিভাগকে একাধিক নির্দেশ দিয়েছিলেন ৷ মাইকে প্রচার, পথনাটিকা, লিফলেট বিলি, এমনকী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও অভিভাবকদের বুঝিয়েছিলেন ৷ কিন্তু, তাতেও বিশেষ লাভ হয়নি ৷ অন্তত রাজ্যের স্বাস্থ্য দফতরের পেশ করা সমীক্ষা রিপোর্ট তেমনই বলছে ৷ প্রথমে ঠিক করা হয়েছিল, চলতি বছরের 11 ফেব্রুয়ারি পর্যন্ত হাম ও রুবেলার টিকাকরণ চলবে ৷ এখন তা বাড়িয়ে করতে হয়েছে 31 মার্চ পর্যন্ত ৷

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, "আমরা ফের ওই সমস্ত এলাকায় প্রচারে নামব ৷ আবারও বাড়ি বাড়ি যাব ৷ বাচ্চাদের অভিভাবকদের বোঝাব, টিকা না দিলে ভবিষ্যতে তাঁদের সন্তানদের কতটা ক্ষতি হতে পারে ! আশা করি, তারপর হয়তো তাঁরা সন্তানের টিকাকরণ করাবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.