ETV Bharat / state

ED Interrogates Bonny: কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি; এখনও চলছে জেরা

author img

By

Published : Mar 9, 2023, 3:48 PM IST

Updated : Mar 9, 2023, 6:35 PM IST

কুন্তল ঘোষের থেকে তিনি টাকা নিয়েছেন, ইডি-র জেরায় এ কথা স্বীকার করে নিলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত (ED Interrogates Bonny)৷ সিজিও কমপ্লেক্সে তাঁকে জেরা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷

ED Interrogates Bonny ETV Bharat
বনি কুন্তল

কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি

কলকাতা, 9 মার্চ: কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত (ED Interrogates Bonny)। ইডির প্রথম দফার জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, 35 থেকে 40 লক্ষ টাকার মধ্যে গাড়ি কেনার জন্য তাঁর চুক্তি হয়েছিল কুন্তলের সঙ্গে । তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অভিনেতা । ফের তাঁকে জেরা করা শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Recruitment Scam Case) তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আসে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের নাম (ED Summons Bonny Sengupta)। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ঘেঁটে ইডির গোয়েন্দারা জানতে পারেন যে, বিভিন্ন সময় অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন কুন্তল ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল বলে সন্দেহ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের । কুন্তলের অ্যাকাউন্ট থেকে কীভাবে লক্ষাধিক টাকা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে পৌঁছল ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। তবে শুক্রবারের পরিবর্তে আজই সিজিও কমপ্লেক্সে চলে যান বনি সেনগুপ্ত ৷

বৃহস্পতিবার অভিনেতা সকাল সকাল ইডি দফতরে হাজির হয়ে যান তাঁর কালো রঙের ব্যক্তিগত গাড়িতে চড়ে । সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা । জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের কাছে অভিনেতা স্বীকার করে নেন যে, গাড়ি কেনার জন্য কুন্তল ঘোষ তাঁকে টাকা দিয়েছিল । তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই সেই টাকা যুক্ত ছিল না বলে দাবি করেছেন তিনি ।

আরও পড়ুন: ইডির স্ক্যানারে টলি অভিনেতা বনি সেনগুপ্ত, হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে

তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের জানিয়েছেন যে, পারিশ্রমিক হিসেবে তিনি কুন্তলের থেকে টাকা নিয়েছিলেন ৷ কোনও দলের অপকর্ম জানলে সেই টাকা নিতেন না বলেও দাবি করেছেন অভিনেতা । এই তদন্তে তিনি তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ৷ তাঁকে দ্বিতীয় দফায় ফের জেরা করা হচ্ছে ৷

এর আগে টলিউডের একাধিক মিউজিক ভিডিয়োতে কোটি কোটি টাকা বিনিয়োগের তথ্য জেরায় তদন্তকারীদের জানান কুন্তল ঘোষ ।

Last Updated :Mar 9, 2023, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.