ETV Bharat / state

Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি

author img

By

Published : Jul 11, 2023, 1:20 PM IST

Updated : Jul 11, 2023, 1:50 PM IST

Suvendu Adhikari
Suvendu Adhikari

গত শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন ৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে গণনা ৷ এক এক করে ভোটের ফল সামনে আসছে ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ের 77 নম্বর বুথে জয়ী হয়েছে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রের ভোটার ৷

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), 11 জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হল বিজেপি ৷ তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ের 77 নম্বর বুথের ভোটার ৷ সেখানেই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি ৷ ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রুম্পা দাস ৷ তিনি হারিয়েছেন তৃণমূলের প্রার্থী রেবা মাইতি সামুইকে ৷ জয়ী হয়েছেন 83 ভোটে ৷

প্রসঙ্গত, দু’বছর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করেছিল তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জিতেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তাই পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের ফল কী হয়, সেই দিকেই নজর ছিল বঙ্গবাসীর ৷ বিশেষ করে শুভেন্দু অধিকারীর বুথে কী হবে, তা নিয়েও আগ্রহ ছিল বিস্তর ৷ মঙ্গলবার সকালে ভোটগণনা শেষ হওয়ার পর দেখা গেল জয় পেয়েছেন শুভেন্দু অধিকারীর দলের প্রার্থী ৷

আরও পড়ুন: অশান্তির মাঝেই চলছে গণনা ! অনেকটাই এগিয়ে তৃণমূল, পাহাড়ে বিজিপিএম ঝড়

বিরোধী দলনেতা বা জয়ী বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷ কিন্তু ভোটের দিন সেখানে শান্তিপূর্ণ নির্বাচনই হয়েছিল ৷ সারা রাজ্যের বিভিন্ন অংশে যেখানে গোলমাল হয়েছে ৷ শাসক ও বিরোধীকে সম্মুখসমরে নামতে দেখা গিয়েছে ৷ ভোটের হিংসার জেরে প্রাণহানিও হয়েছে অনেক ৷ কিন্তু গত শনিবার ভোট চলাকালীন তৃণমূলের রেবা মাইতি সামুই ও বিজেপির রুম্পা দাস জানিয়েছিলেন যে তাঁরা দুই বান্ধবী ৷ তাঁদের মধ্যে সদ্ভাবও রয়েছে ৷ ভোটের লড়াই ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি ও প্রভাব ফেলতে পারবে না বলেও তাঁরা জানিয়েছিলেন ৷

নন্দীগ্রামের ওই আসন ছাড়াও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি পঞ্চায়েতের ফলাফল সামনে এসেছে ৷ এর মধ্যে তমলুকের নীলকুন্ঠ‍্যা গ্রাম পঞ্চায়েতের 27টি আসনের মধ্যে তৃণমূল 24টি, বিজেপি 2টি ও সিপিএম 1টি আসনে জয়ী হয়েছে । ফলে ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল ৷ এতদিন ওই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল ৷ তা তারা এবারও ধরে রাখল ৷

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথি-1 ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 17টি । এই 17টি আসনের মধ্যে 9টি আসনের গণনা হয়েছে এখনও পর্যন্ত । 9টিতেই বিজেপি জয়ী হয়েছে । ফলে নয়াপুট গ্রাম পঞ্চায়েত এবার বিজেপির দখলে যেতে চলেছে ৷

আরও পড়ুন: মমতার মামারবাড়িতে হারল তৃণমূল, জয়ী বিজেপি

Last Updated :Jul 11, 2023, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.