ETV Bharat / state

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে বই প্রকাশ BJP-র

author img

By

Published : Nov 2, 2019, 12:19 PM IST

ছোটোদের শ্যামাপ্রসাদ ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে বই প্রকাশ করতে চলেছে রাজ্য BJP ৷  এবার কলকাতা বইমেলায় প্রকাশ পাবে এই বই ৷

ছবি

কলকাতা, 2 নভেম্বর : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে বই প্রকাশ করতে চলেছে রাজ্য BJP । বইটির নাম "ছোটোদের শ্যামাপ্রসাদ"। ভাবনা ও বই প্রকাশের মূল উদ্যোগী সপ্তর্ষি চৌধুরি । ছবি এঁকেছেন আর্ট কলেজের ছাত্র সুরজিৎ চক্রবর্তী । পুরো পরিকল্পনা BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের ।

BJP-সূত্রে খবর, বইটির উদ্বোধন করতে আসছেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ । কলকাতা বইমেলায় এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে বাংলার মানুষের কাছে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বইটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের নানা স্মৃতিবিজড়িত অধ্যায় তুলে ধরা হয়েছে ৷ এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "বাংলা ও বাঙালির কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয় । শ্যামাপ্রসাদ বাঙালির গর্ব ৷ তাই তাঁর ছোটোবেলার স্মৃতি নিয়েই প্রকাশিত হচ্ছে বিশেষ এই বই ৷ আশা করছি কলকাতা বইমেলায় আনুষ্ঠানিকভাবে এই বইটির প্রকাশ হবে । বাংলার পাশাপাশি হিন্দিতেও এই বইটি প্রকাশ করা হবে । দেশজুড়ে পাওয়া যাবে এই বই ৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে সময় চেয়ে চিঠি দিয়েছি ।"

BJP-র মিডিয়া সেলের কনভেনার সপ্তর্ষি চৌধুরি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালির কাছে উপেক্ষিত নায়ক । বাংলাকে অখণ্ড রাখতে এই মহান মানুষটির অবদান কোনওদিন ভোলার নয় । কিন্তু রাজনৈতিকভাবে অধিকাংশ বাঙালির কাছে অপরিচিত করে রাখা হয়েছে এই মানুষটিকে । বর্তমান রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোনও কর্মসূচি করেনি । আমরা ছোটোদের জন্য সহজ বাংলায় রঙিন ছবিতে আকর্ষণীয়ভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের কিছু ঘটনা তুলে ধরছি ৷ রাজ্যের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি শ্যামাপ্রসাদকে ।"

Intro:
02-11-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ছোটবেলার দুষ্পাপ্য ছবি নিয়ে বই প্রকাশ বঙ্গ বিজেপির। বইটির নামকরণ করা হয়েছে "ছোটদের শ্যামাপ্রসাদ"। ভাবনা ও বই প্রকাশের ক্ষেত্রে মূল উদ্যোগী সপ্তর্ষি চৌধুরী। ছবি এঁকেছেন আর্ট কলেজের ছাত্র সুরজিৎ চক্রবর্তী। আরে গোটা পরিকল্পনাটি মূল কান্ডারী বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়।



বিজেপি সূত্রে জানা গিয়েছে এই বইটির উদ্বোধন করবেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। কলকাতা বই মেলায় এই বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর আদর্শ কে গটা বাংলায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ বঙ্গ বিজেপির।

মূলত এই বইটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছোটবেলার নানান স্মৃতিবিজড়িত অধ্যায় তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই বইটি অনেকটা ছোটদের রামায়ণ-মহাভারতের মত ছবিতে লেখা শ্যামাপ্রসাদ এর ছোটবেলার কাহিনী তুলে ধরা হবে।


বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, বাংলা ও বাঙালির কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান কোনদিন ভোলার নয়। শ্যামাপ্রসাদ বাঙালির গর্বের একজন মানুষ। তাই তার ছোটবেলার স্মৃতি দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ এই বই ছোটবেলার শ্যামাপ্রসাদ। আশা করছি কলকাতা বইমেলা আনুষ্ঠানিকভাবে এই বইটির প্রকাশ হবে। বাংলার পাশাপাশি হিন্দিতে এই বইটি প্রকাশ করা হবে। সারা ভারত জুড়ে এই বইটি পাওয়া যাবে। আমরা চাইছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে দিয়েই এই বইটি উদ্বোধন করতে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে সময় চেয়ে চিঠি দিয়েছি।

বিজেপির মিডিয়া সেলের কনভেনার সপ্তর্ষি চৌধুরী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালির কাছে উপেক্ষিত নায়ক। বাংলাকে অখণ্ড রাখতে এই মহান মানুষটির অবদান কোনদিন ভোলার নয়। কিন্তু রাজনৈতিকভাবে অধিকাংশ বাঙালির কাছে অপরিচিত করে রাখা হয়েছে এই মানুষটিকে। বর্তমান রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে নিয়ে কোনো কর্মসূচি করেনি। আমরা ছোটদের জন্য সহজ বাংলায় রঙিন ছবিতে আকর্ষণীয়ভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের কিছু ঘটনা তুলে ধরছি এই বইয়ের। বিজেপির প্রতিটি সদস্য ও রাজ্যের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি শ্যামাপ্রসাদ কে।

Body:স্টরিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.