ETV Bharat / state

Amit Shah: অমিত শাহ আসার আগে পঞ্চায়েত ভোট নিয়ে সাংগঠনিক বৈঠকে বিজেপি

author img

By

Published : Apr 13, 2023, 9:02 PM IST

রাজ্যে অমিত শাহ আসার আগে সমস্ত বিষয়গুলি ঝালিয়ে নিতে বদ্ধপরিকর রাজ্য বিজেপি। সেই উদ্দেশে বৃহস্পতিবার বৈঠকে পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Etv Bharat
অমিত শাহ

কলকাতা, 13 এপ্রিল: এখনও ঘোষণা হয়নি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই কার্যত আদা-জল খেয়ে নেমেছে শাসক ও বিরোধী শিবির ৷ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে যে খুব একটা দেরি নেই, তা রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপেই স্পষ্ট। তাই আর সময় নষ্ট না-করে বৃহস্পতিবারই তড়িঘড়ি বৈঠকে বসলেন বিজেপি রাজ্য নেতৃত্ব ৷ সেই সঙ্গে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্টও তৈরি করছে বিজেপি ৷ যা আগামিকাল অমিত শাহের কাছে পেশ করা হবে বলে খবর ৷

যেকোনও দিন প্রকাশিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তাকে মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে। পিছিয়ে নেই পদ্মশিবিরও। এবার এক চুলও জমি ছাড়তে নারাজ বিজেপি। আর সেই উদেশেই আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে বৃহস্পতিবার বঙ্গ বিজেপির বৈঠক হয় সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (ইজেডসিসি) ৷ বিজেপি দলীয় সূত্রে খবর, সেই বৈঠকেই প্রাথমিকভাবে পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

অন্যদিকে শুক্রবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পঞ্চায়েতের আগে অমিত শাহের এই সফরও দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজ্যের নেতারা। সূত্রের খবর, রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি ঠিক কতটা আছে দলের তা খতিয়ে দেখবেন তিনি। জানা গিয়েছে, পঞ্চায়েতের খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করার কথা আছে অমিত শাহের। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যাতে একটি 'ফুলপ্রুফ রিপোর্ট' পেশ করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে একপ্রস্থ আগাম আলোচনা করে রাখে নেতৃত্ব।

পাশাপাশি অমিত শাহ আসার আগে সমস্ত বিষয়গুলি ঝালিয়ে নিতে বদ্ধপরিকর রাজ্য বিজেপি। তাই এদিনের বৈঠকে পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের এই বৈঠকে জেলা সভাপতিদের পাশাপাশি জেলার দ্বায়িত্বে থাকা বা জেলা ইনচার্জদেরও বৈঠকে ডাকা হয়েছিল বলে খবর। জানা গিয়েছে, গোটা দিন ধরেই এই বৈঠক চলে। দফায় দফায় সব জেলার প্রতিনিধিদের সঙ্গেই আলোচনা করা হয়। একদিনের এই বৈঠকে পঞ্চায়েতে কাদের কোন দ্বায়িত্ব দেওয়া হবে তা, নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি, কুণালের নিশানায় কি বিচারপতি গঙ্গোপাধ্যায় !

এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল চূড়ান্ত করার দিকেই নজর দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের পর্যবেক্ষকের ভার দেওয়া হয়েছে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা-নেত্রীদের। একেবারে তৃণমূল স্তরে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে আরও জন সংযোগ বাড়াতেও দল নির্দেশ দিয়েছে। অমিত শাহ রাজ্যে আসার আগে সেই সব কিছু নিয়েই এদিন আলোচনা করে বিজেপি নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.