ETV Bharat / state

জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, 'গ্রেফতার নয়', মৌখিক নির্দেশ আদালতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 12:18 PM IST

Updated : Dec 4, 2023, 2:01 PM IST

BJP MLAS in High Court on National Anthem Controversy: জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে লালবাজারে এফআইআর করেছিল তৃণমূল ৷ এবার শাসকদলের সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি বিধায়কেরা ৷ আদালত এই মামলায় বিজেপিকে স্বস্তি দিয়েছে ৷ বিধায়কদের গ্রেফতার না করার মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 4 ডিসেম্বর: বিধানসভায় জাতীয় সংগীতে অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, স্বস্তি পেলেন বিজেপি বিধায়করা । এখনই এই মামলায় গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে আদালত ৷ সোমবার মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ । আজই ফের শুনানি হবে এই মামলার ।

বিধানসভায় জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ ৷ 10 বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেছিল লালবাজার ৷ আজ তাঁদের কয়েকজনকে পুলিশ তলব করেছে । সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা । বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন করেন তাঁরা । সেই আবেদন মেনে মামলা করার অনুমতি দেয় আদালত ।

কোথায় জাতীয় সংগীত বাজছিল, আর কোথায় তখন ওই বিধায়করা ছিলেন, সেসব খতিয়ে না দেখেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেনস্তা করতে এই এফআইআর ৷ এমনটাই আদালতে অভিযোগ করেছেন বিজেপি বিধায়কদের আইনজীবী । তাঁর দাবি, যখন বিধানসভার একদিকে ধরনায় ছিলেন বিজেপি বিধায়করা, তখন বিধানসভার অন্যদিকে শাসকদল তৃণমূল জাতীয় সংগীত গাইতে শুরু করে । সেই সময় কেনও বিজেপি বিধায়করা উঠে দাঁড়াননি, তাতেই এফআইআর দায়ের হয় । অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেকোনওভাবে, যেকোনও জায়গায় জাতীয় সংগীত গাওয়া যায় না ।

জানা গিয়েছে, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কলকাতা পুলিশে নতুন করে একটি এফআইআর দায়ের হয়েছে । তার ভিত্তিতে কয়েকজনকে এ দিন লালবাজারে তলবও করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, মোট দু'দফায় বিজেপি বিধায়কদের তলব করা হয়েছে সোমবার । এ দিন সাড়ে 10টায় আসতে বলা হয় বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, নীলাদ্রিশেখর দানা ও দীপক বর্মনকে । বেলা দেড়টায় তলব করা হয়েছে সুদীপকুমার মুখোপাধ্যায় ও শংকর ঘোষকে । তাতে সুমন কাঞ্জিলাল ছাড়াও এমন তিনজনের নাম রয়েছে, যাঁরা ঘটনার সময়ে বিধানসভায় হাজিরই ছিলেন না বলে জানা গিয়েছে । এই বিজেপি বিধায়করা হলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি এবং পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । এই নিয়ে শুরু হয় বিতর্ক । আপাতত এই মামলা বড়সড় স্বস্তি পেলেন বিজেপি বিধায়করা ।

আরও পড়ুন:

  1. জাতীয় সঙ্গীতের অবমাননা ! আইন মেনে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের
  2. জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় আরও তিন বিজেপি বিধায়কককে লালবাজারে তলব
  3. শাহের ফ্লপ শোয়ের কলঙ্ক ঢাকতেই বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা বিজেপি'র: তাপস রায়
Last Updated : Dec 4, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.