ETV Bharat / state

পুলিশের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ছিল : শমীক ভট্টাচার্য

author img

By

Published : Dec 8, 2020, 6:10 PM IST

bjp leader shamik bhattacharya slammed police over bjp worker death in siliguri
bjp leader shamik bhattacharya slammed police over bjp worker death in siliguri

উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী উলেন রায়ের ৷ শমীক ভট্টাচার্যের অভিযোগ, পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যৌথভাবে হামলা চালিয়েছে ৷

কলকাতা, 8 ডিসেম্বর : নিজেদের মিছিলে নিজেরাই লোক মারে বিজেপি ৷ আজ রানিগঞ্জের সভা থেকে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর প্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "আমরা নিজেরাই নিজেদের কর্মীদের মারব ! কোনও সুস্থ মানুষ একথা বলতে পারে না ৷" তাঁর অভিযোগ, পুলিশের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ছিল ৷

বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি ৷ মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের ৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ বিজেপির অভিযোগ, মিছিলে পুলিশ ছররা গুলি চালিয়েছে ৷ তাতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর ৷ এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, "গতকাল পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ মিছিল শুরু হতেই পুলিশ আক্রমণ করে ৷ পুলিশের মধ্যেই তৃণমূলের সমাজবিরোধীরা ঢুকে ছিল ৷ নন্দীগ্রামের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সময় পুলিশের বেশে কয়েকজন আক্রমণ করেছে ৷ সিপিআইএমের ফেলে আসা জুতোর মধ্যে কারা পা গলিয়েছে ?"

শুনুন শমীক ভট্টাচার্যের বক্তব্য

আজ রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ ছররা গুলি ব্যবহার করে না ৷ পুলিশের তরফেও তা বলা হয়েছে । এই প্রসঙ্গে শমীকবাবু বলেন, "পুলিশ নাকি এই ধরনের বন্দুক ব্যবহার করে না ৷ তৃণমূলের সঙ্গী হিসেবে কাজ করছে পুলিশ ৷ গতকাল আমাদের বহু কর্মী আহত হন ৷ পুলিশের সঙ্গে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷"

বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় টুইট করে রাজ্য পুলিশ ৷ টুইটারে দাবি করা হয়, মিছিলে গুলি বা লাঠিচার্জ হয়নি ৷ শুধুমাত্র জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল ৷ বিষয়টিকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, "তদন্তের আগেই টুইট করেছে পুলিশ ৷ তদন্তের আগেই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে পুলিশ ৷ প্রশ্ন হল এত ভয় কেন ? এত তাড়াতাড়ি ময়নাতদন্ত হল কেন ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.