ETV Bharat / state

Rahul Meets Buddhadeb Bhattacharjee: 'জেলখাটা লোক', বুদ্ধদেবকে দেখতে এসে নাম না করে কুণালকে নিশানা রাহুলের

author img

By

Published : Aug 1, 2023, 7:30 PM IST

Updated : Aug 1, 2023, 7:49 PM IST

চিকিৎসায় সাড়া দিলেও সংকট কাটেনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসে এমনটাই জানালেন রাহুল সিনহা ৷ সেই সঙ্গে নাম না করে তৃণমূল নেতা কুণাল ঘোষকেও নিশানা করেন তিনি ৷

Rahul Meets Buddhadeb Bhattacharjee ETV BHARAT
Rahul Meets Buddhadeb Bhattacharjee

কলকাতা, 1 অগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসে মঙ্গলবার নাম না করে তৃণমূল নেতা কুণাল ঘোষকে 'গরিবের টাকা মেরে জেল খাটা লোক' বলে নিশানা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ পাশপাশি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন ৷ বুদ্ধবাবুকে কেমন দেখলেন ? প্রশ্নের জবাবে বিজেপি নেতা বলেন, "তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন সেটাই চাই ৷"

বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে রাহুল সিনহা বলেন,"অনেকটাই স্থিতিশীল ৷ চিকিৎসকের সঙ্গে কথা বললাম ৷ তবে পুরোপুরি সংকটমুক্ত নন ৷ ফুসফুসে সংক্রমণ থাকলেও বাকি অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে ৷ দৃষ্টি শক্তিতে খানিকটা সমস্যা রয়েছে ৷"

এরপরই নাম না করে তৃণমূল নেতা কুণাল ঘোষকে নিশানা করেন রাহুল ৷ তিনি বলেন, "কারও অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করা উচিত নয় ৷ অতীতের ইতিহাস টেনে এনে নানারকম কুরুচিকর মন্তব্য করাও অনুচিত ৷ কারণ, বুদ্ধদেব গরিব মানুষের পয়সা তুলে জেল খাটেননি ৷ এটা বুঝতে হবে ৷ তাই গরিব মানুষের পয়সা মেরে জেল খাটা লোক, আর বুদ্ধবাবুর মধ্যে তফাৎ থাকবেই ৷"

রাজনৈতিক মহলের একাংশের মত, কুণালকেই নিশানা করেছেন রাহুল ৷ সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়ান কুণাল ৷ এই ইস্যুতেই তৃণমূলকেও বিঁধলেন এই বিজেপি নেতা ৷ তিনি বলেন, "অসুস্থ লোককে নিয়ে রাজনীতি করব ৷ আর বিরোধিতার নাম করে বেঙ্গালুরুতে গিয়ে ফিস্ট করব ৷ পাটনায় গিয়ে খাওয়া-দাওয়া করব ৷ এই ধরনের রাজনীতির চলতে পারে না ৷ ছোটো মন নিয়ে বড় কাজ করা যায় না ।"

আরও পড়ুন: শরীর একটু ভালো হতেই বাড়ি ফিরতে চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্যদিকে, অভিনেত্রী উষসী চক্রবর্তীও এদিন হাসপাতালে আসেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সচেতন ভট্টাচার্যের সঙ্গে ভিতের যান। সাংবাদিকদের তিনি বলেন, "এখন রাজনীতি মানেই ক্ষমতা ও টাকার অপব্যবহার ৷ সেখানে দাঁড়িয়ে ওঁর মতো নেতারা ক্ষমতার শীর্ষে থেকেও দুর্নীতি থেকে দূরে থাকতে পেরেছেন। তিনি ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ৷"

Last Updated :Aug 1, 2023, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.