ETV Bharat / state

Minadevi Purohit fell ill at KMC: কলকাতা কর্পোরেশনের বাজেট অধিবেশনে অসুস্থ মীনাদেবীর পাশে ফিরহাদ

author img

By

Published : Mar 20, 2023, 11:00 PM IST

কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipality Corporation) বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ পড়েন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত (Bjp Councilor Minadevi Purohit fell ill) ৷ তাঁকে দেখতে হাজির হন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।

Etv Bharat
বাজেট অধিবেশনে অসুস্থ মীনাদেবী

কলকাতা, 20 মার্চ: চলতি অর্থবর্ষে রেকর্ড অঙ্কের সম্পত্তি আদায় করেছে কলকাতা কর্পোরেশন (Kolkata Municipality Corporation) ৷ তারই প্রশংসা করে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত (BJP councilor Minadevi Purohit) ৷ তাঁকে প্রথমে অধিবেশন কক্ষ থেকে বিজেপি কাউন্সিলরদের ঘরে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন তৃণমূল কাউন্সিলর-চিকিৎসক মীনাক্ষী গাঙ্গুলি ও কাকলী সেন । ঘটনার কথা শুনে হাজির হন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।

পৌরনিগম সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কর্পোরেশন প্রায় 1200 কোটি টাকার সম্পত্তি আদায় করেছে ৷ সোমবার বাজেট অধিবেশন চলাকালীন, সেই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত । এরপর নিজের বক্তব্য রাখতে পোডিয়ামে ওঠেন তিনি ৷ সেখানে সম্পত্তি কর-সহ সার্বিক রাজস্ব বৃদ্ধিতে বর্তমান বোর্ডের প্রশংসা করেন ।

তিনি বলেন, "বিভিন্ন খাতে বিপুল রাজস্ব আদায় হয়েছে। আমাদের মধ্যে বিরোধিতা থাকতেই পারে। তবে যেটা ভালো হয়েছে, সেটার প্রশংসা করতেই হবে"। টেবল বাজিয়ে মীনাদেবীর বক্তব্যকে সাধুবাদ জানান তৃণমূল কাউন্সিলাররা। এরপরেই আচমকা বুকে ব্যাথা অনুভব করেন ও শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন মীনাদেবী ৷ তাঁকে বক্তব্য থামানোর পরামর্শও দেন চেয়ারপার্সন মালা রায় (Chairperson Mala Roy)।

আরও পড়ুন: চলতি অর্থ বর্ষে শহরে নতুন করদাতা 52 হাজার, বকেয়া মিউটেশনের সংখ্যা 700

তড়িঘড়ি তাঁকে বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা ও সজল ঘোষ বসার ঘরে নিয়ে যান। সেখানে মীনাদেবীকে দেখতে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। যান ডেপুটি মেয়র অতীন ঘোষও। বিজেপি ও বাম কাউন্সিলরদের পাশাপাশি সর্বক্ষণ মীনাদেবীর পাশে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় ও কাকলি সেন, মীনাক্ষী গাঙ্গুলি । নজরে আসে শাসক-বিরোধী সৌজন্য ৷

কিছুক্ষণের মধ্যেই কাছের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মীনাদেবীকে ৷ সেখানে ইসিজিও করা হয় ৷ বর্তমানে মীনাদেবী সুস্থ থাকলেও চিকিৎসক টানা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.