ETV Bharat / state

বাজিমাত করল কারা ? কে হল 'সেরার সেরা'

author img

By

Published : Oct 4, 2019, 4:40 PM IST

Updated : Oct 4, 2019, 5:10 PM IST

বিশ্ব বাংলা শারদ সম্মান 2019-র সেরার সেরা তালিকায় রয়েছে শহরের মোট 27 টি পুজো মণ্ডপ ৷

সেরার সেরা

কলকাতা, 4 অক্টোবর : আজ ষষ্ঠী ৷ 'বিশ্ব বাংলা শারদ সম্মান' ঘোষণা করা হল ৷ রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন আজ ৷ 2019 সালে 'সেরার সেরা' নির্বাচিত হল শহরের মোট 27টি পুজো মণ্ডপ ৷ সেই তালিকায় রয়েছে বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, একডালিয়া এভারগ্রিন, ত্রিধারার মতো পুজো মণ্ডপ ৷ এছাড়াও 4টি পুজো মণ্ডপ পেয়েছে সেরা মণ্ডপের শিরোপা ৷


বিশ্ববাংলা শারদ সম্মান 2019-এ পুরস্কার-প্রাপকদের তালিকা :

  • সেরার সেরা :

1. বড়িশা ক্লাব

2. চেতলা অগ্রণী

3. সুরুচি সংঘ

4. কালিঘাট মিলন সংঘ

5. নাকতলা উদয়ন সংঘ

6. একডালিয়া এভারগ্রিন

7. শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

8. চক্রবেড়িয়া

9. ত্রিধারা

10. বেহালা নতুন দল

11. হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি

12. টালা প্রত্যয়

13. আহিরীটোলা সর্বজনীন

14. কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব

15. দমদম তরুণদল

16. 95 পল্লী

17. খিদিরপুর 25 পল্লী

18. বেহালা এস বি পার্ক

19. অবসর

20. সমাজসেবী

21. মুদিয়ালি

22. শিবমন্দির

23. হাতিবাগান সর্বজনীন

24. বকুলবাগান

25. বালিগঞ্জ কালচারাল

26. বাঘাযতীন তরুণ সংঘ

27. 41 পল্লি

  • সেরা মণ্ডপ :

1. বাবুবাগান

2. রাজডাঙা নবোদয় সংঘ

3. উলটোডাঙা তেলেঙ্গাবাগান

4. নতুন দল

  • সেরা প্রতিমা :

​​​​​​​1. সেলিমপুর পল্লি

2. কালিঘাট মিলন সংঘ

3. যোধপুর পার্ক শারদীয় দুর্গোৎসব

  • সেরা আলোকসজ্জা :

​​​​​​​1. হিন্দুস্থান ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটি

2. কলেজ স্কয়্যার

3. সিংহি পার্ক

4. সিমলা ব্যায়াম সমিতি

  • সাবেকি পুজো সেরার সেরা :

​​​​​​​1. কুমোরটুলি সর্বজনীন

2. বাগবাজার সর্বজনীন

3. সংঘশ্রী

4. বডিগার্ড লাইন আলিপুর

5. মানিকতলা চালতাবাগান

6. আদি বালিগঞ্জ

  • সেরা ভাবনা :

​​​​​​​1. বাদামতলা আষাঢ় সংঘ

2. কসবা বোসপুকুর শীতলা মন্দির

3. অজেয় সংহতি

4. কসবা বোসপুকুর তালবাগান

5. ভারতচক্র

6. ভবানীপুর 75 পল্লী

7. নলিন সরকার স্ট্রিট

  • বিশ্ববাংলা বিশেষ পুরস্কার :

​​​​​​​1. দক্ষিণ কলকাতা সর্বজনীন

2. শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব

3. 78 পল্লি চেতলা দুর্গোৎসব

4. 74 পল্লি

5. গোলমঠ, ভবানীপুর

6. কোলাহল

7. যুবমৈত্রী

8. বাঠাম ক্লাব

9. 22 পল্লী ভবানীপুর

10. ফরোয়ার্ড ক্লাব

11. চোরবাগান

12. স্বাধীন সংঘ

13. 66 পল্লি

14. বরানগর নেতাজি কলোনি লো-ল্যান্ড

15. হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব

16. টালা বারোয়ারি

17. গল্ফগ্রিন শারদোৎসব কমিটি

18. 64 পল্লী

19. সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লী মঙ্গল সমিতি

20. ফতেপুর দুর্গোৎসব কমিটি, মেটিয়াব্রুজ

21. নিউ পাড়া দাদাভাই সংঘ, বরানগর

22. 21 পল্লী

  • সেরা পরিবেশবান্ধব পুজো :

​​​​​​​1. বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক

2. পূর্বাচল শক্তি সংঘ

3. সন্তোষপুর লেকপল্লি

  • সেরা ঢাকেশ্রী :

1. বাগবাজার সর্বজনীন

  • সেরা ব্র্যান্ডিং :

​​​​​​​1. আলিপুর সর্বজনীন

  • সেরা থিম সং :

1. সুরুচি সংঘ

Intro:কলকাতা, ৪ সেপ্টেম্বর: বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৯ এর সেরা সেরা হল বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী, সুরুচি সংঘের, নাকতলা উদয়ন সংঘ, একডালিয়া এভারগ্রিন, ত্রিধারা সহ শহরের ২৭ টি পুজো মণ্ডপ। ৪ টি পুজো মণ্ডপ পেল সেরা মণ্ডপের শিরোপা। আজ রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
Last Updated : Oct 4, 2019, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.