ETV Bharat / state

Bird Festival: সুন্দরবনে প্রথম পাখি উৎসব, শুরু হতে চলেছে আগামী 7 ফ্রেব্রুয়ারি থেকে

author img

By

Published : Jan 16, 2023, 10:16 PM IST

Bird Festival
পাখি

আগামী 7 থেকে 10 ফেব্রুয়ারি সুন্দরবনে পাখি উৎসব আয়োজন হতে চলেছে ৷ সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) এই প্রথম সুন্দরবন পাখি উৎসবকে প্রাণবন্ত করতে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে ৷

কলকাতা, 16 জানুয়ারি: প্রথমবার পাখি উৎসব আয়োজন হতে চলেছে সুন্দরবনে। সুন্দরবনের পাখি সংরক্ষণের ভবিষ্যত সম্পর্কে জ্ঞান আদান-প্রদান এবং আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে ফেব্রুয়ারিতে পাখি উৎসব অনুষ্ঠিত হবে।

আগামী 7 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত পাখি উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) এই প্রথম সুন্দরবন পাখি উৎসবকে প্রাণবন্ত করতে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ রাজ্য বন বিভাগের বন্যপ্রাণী শাখা এই উদ্যোগের পথপ্রদর্শক হিসাবে কাজ করবে। বন দফতর সূত্রে খবর, এই উৎসব সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে সজনেখালি বিট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। উৎসবে অংশগ্রহণকারীদের বিভিন্ন পাখির ঘটনা রেকর্ড করার এবং সুন্দরবনের বাস্তুশাস্ত্রের গভীরে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: বছর শেষে আবারও সুন্দরবনে দক্ষিণরায়ের দর্শন পেলেন পর্যটকরা

প্রধান ক্যাম্পিং এলাকাটি সজনেখালিতে অবস্থিত হবে এবং STR ও দক্ষিণ 24 পরগনা বিভাগজুড়ে সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। শারীরিক সুস্থতা এবং প্রকৃতির প্রতি গভীর আগ্রহের অধিকারী যে কেউ (18 বছরের বেশি বয়সী) এই উৎসবে অংশগ্রহণ করার জন্য উপযুক্ত। 24 জন অংশগ্রহণকারীর জন্য জায়গা থাকবে এবং নির্বাচন প্রক্রিয়া একটি স্ক্রিনিং কমিটি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে। যারা এই উৎসবে সামিল হতে তাঁরা [https://forms.gle/fUXPKv9ReTfLShf68] লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন ৷

উৎসব সম্পর্কিত বিশদ বিবরণ-sundarbantigerreserve.org এবং west bengal forest.gov.in ও wildbengal.com ওয়েবসাইটগুলিতে পাওয়া যাবে। বাংলার চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন দেবল রায় বলেন, "সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে যা এশিয়ার একটি প্রধান পাখি অভিবাসন পথ সুন্দরবনের উপর দিয়ে গিয়েছে। এই আকাশপথটিকে বিশ্বের পাখিদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিশ্রামের স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে 20টি পাখি রয়েছে, যেগুলোর আন্তর্জাতিক প্রথা অনুযায়ী বিশেষ মনোযোগ প্রয়োজন। যাদের মধ্যে 10টি পাখি সুন্দরবনে পাওয়া যায়। সুতরাং, তাদের ঘটনা, বিবরণ এবং বাসস্থানের পছন্দগুলি রেকর্ড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের এই জাতীয় উৎসব আয়োজনের প্রধান কারণ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.