ETV Bharat / state

Bhaichung on Sunil Chhetri : সুনীলের বিকল্প খুঁজতে নতুনদের সময় দিতে হবে : বাইচুং

author img

By

Published : Jun 16, 2022, 11:16 AM IST

Updated : Jun 16, 2022, 1:41 PM IST

সুনীলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া । পাহাড়ি বিছের মতে, "ভারতীয় ফুটবলে সুনীলের অবদান অসাধারণ । যা করেছে তার কোনও তুলনা হয় না । তবে নতুনদের আরেকটু সময় দিতে হবে । তবেই তারা উঠে আসবে (Bhaichung Bhutia praises Sunil Chhetri) ।''

Bhaichung on Sunil
সুনীলের বিকল্প খুজতে নতুনদের সময় দিতে হবে

কলকাতা, 16 জুন : দেশের জার্সিতে তাঁকে আর দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা রয়েছে । দলের কোচ ইগর স্টিম্যাচ জানিয়েছেন, তাঁর দলের অধিনায়ক সাজঘরে জীবন্ত অনুপ্রেরণা । তাই দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি না করা পর্যন্ত সুনীলকে বুট তুলে রাখার অনুমতি দেবেন না । ক্যামেরুনের রজার মিল্লার উদাহরণও টেনেছেন তিনি । যদিও দেশের জার্সিতে 85 গোল করা সুনীল ছেত্রী কিংবদন্তী ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে ছুঁয়ে ফেললেও নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিশ্চুপ (Bhaichung Bhutia praises Sunil Chhetri) ।

গল্ফগ্রিনে শ্বশুর বাড়িতে বুধবার সারাটা দিন কাটালেন সুনীল । শ্বশুরমশাই কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে গল্পে মাতলেন । সন্ধেয় পার্কস্ট্রিটের একটি তারকা হোটেলে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অনুষ্টানে যোগ দেন । এশিয়ান কাপ কোয়ালিফায়ারে জয়ের হ্যাটট্রিক এবং সুনীল ছেত্রীর তিন ম্যাচে চার গোল করা নিয়ে ফুটবল ভক্তদের আলোচনা তুঙ্গে ।

2023 সালে এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতির জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সকলে । অধিনায়কও সেভাবেই দলকে প্রস্তুত করার পক্ষে । দলের একাধিক তরুণ মুখের ভাল ফুটবলের প্রশংসা তাঁর মুখে । যাদের ওপর ভিত্তি করে তিনিও ভবিষ্যতের স্বপ্ন দেখছেন । ফলে সুনীলের কথায়, পরবর্তী বড় টুর্নামেন্টে তিনি থাকবেন কি না সেটা বড় কথা নয় । বরং দেশ নিয়মিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত টুর্নামেন্টে অংশ নিচ্ছে সেটাই বড় কথা ।

সুনীলের বিকল্প খুজতে নতুনদের সময় দিতে হবে

আরও পড়ুন : হংকং'য়ের বিরুদ্ধে নামার আগেই এশিয়ান কাপের মূলপর্বে সুনীলরা

অন্যদিকে সুনীলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া । পাহাড়ি বিছের মতে, "ভারতীয় ফুটবলে সুনীলের অবদান অসাধারণ । যা করেছে তার কোনও তুলনা হয় না । তবে নতুনদের আরেকটু সময় দিতে হবে । তবেই তারা উঠে আসবে । লিস্টন কোলাসো, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মনবীর সিং, আনোয়ার আলিরা উঠে আসছে । আপাতত এশিয়ান কাপের মূলপর্বের জন্য প্রস্তুতি দরকার ।"

Last Updated : Jun 16, 2022, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.