ETV Bharat / state

সিপিএম-তৃণমূলের গোপন আঁতাতের তত্ত্ব বিজেপির গলায়

author img

By

Published : Mar 25, 2021, 5:53 PM IST

নন্দীগ্রামের বদলে শিলিগুড়ি, বরাহনগর আর যাদবপুর ৷ এমনটাই নাকি বোঝাপড়া হয়েছে তৃণমূল আর সিপিএমের মধ্যে ৷ দাবি গেরুয়া শিবিরের ৷

West Bengal Assembly Election 2021
দেবশ্রী চৌধুরী

কলকাতা, 25 মার্চ : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে সিপিএমের গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ বিজেপির । তৃণমূলকে সুবিধা দিতে প্রার্থী তালিকাতেও সিপিএম নন্দীগ্রাম, বরানগর, শিলিগুড়িতে বামেদের সঙ্গে বোঝাপড়া করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের ।

সিপিএম ও তৃণমূলের মধ্যে গোপন আঁতাত নয়, এটা অনেক আগে থেকেই প্রকাশিত আঁতাত । যখন থেকে ফ্রিশফ্রাইয়ের তত্ত্ব চলছে, যখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএমের অফিস ভেঙে যাচ্ছে, বিজেপি দখল করে নিচ্ছে, তখন থেকেই পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টা জেনে গিয়েছেন । এই অভিযোগ করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী ।

তিনি আরও অভিযোগ করেন, সিপিএম ও তৃণমূল একই পলিসিতে পশ্চিমবঙ্গকে রাখতে চাইছে । তবে সিপিএম ও তৃণমূলের গোপন আতাতটা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন । সিপিএম 34 বছর ধরে মানুষকে ভুল বুঝিয়েছে । তৃণমূল রাজ্যের মানুষের সঙ্গে 10 বছর ধরে বঞ্চনা করেছে । কেবলমাত্র রাজ্যে রাজনীতি করার জন্য । এবারের নির্বাচনে রাজ্যের মানুষ তার যোগ্য জবাব দেবে । তৃণমূল ও সিপিএমের গোপন বোঝাপড়ার মুখোশ খুলে দেবে ।

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "সিপিএম ও তৃণমূল বোঝাপড়া করেই তো রাজ্যকে চালাচ্ছে । এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম । আর একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এই গোপন বোঝাপড়াটা একেবারে সামনে এল । মানুষকে আমরা এবার বলতে পারব । শুধু নন্দীগ্রাম নয় ৷ 100-র বেশি আসনে তৃণমূল ও সিপিএমের মধ্যে গোপন বোঝাপড়া হয়েছে । তবে মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবেন ।"

আমজনতা তৃণমূল ও সিপিএমের গোপন বোঝাপড়ার মুখোশ খুলে দেবে, দাবি দেবশ্রী চৌধুরীর

আরও পড়ুন : বিজেপির তাণ্ডবের প্রতিবাদে দিনহাটা থানায় অবস্থান বিক্ষোভ উদয়নের

বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে জোটের পক্ষ থেকে আইএসএফের প্রার্থী দিল না । সিপিএম প্রার্থী করল তাদের যুব সংগঠনের মীনাক্ষী মুখোপাধ্যায়কে । অথচ যে সংখ্যালঘু ভোটের জন্য লালায়িত সিপিএম আইএসএফ-এর সঙ্গে জোট করল, নন্দীগ্রামে 30% সংখ্যালঘু ভোট থাকা সত্বেও আইএসএফ প্রার্থী দিল না । কারণ, কোনওভাবে সংখ্যালঘু ভোট কেটে আইএসএফ পেলে ভোট কাটাকুটির অঙ্কে বিজেপি মাইলেজ পেয়ে যেত আর তৃণমূলের অসুবিধে হত ।

শিলিগুড়ির হেভিওয়েট সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে টিএমসির প্রার্থী হলেন ওমপ্রকাশ মিশ্র, যিনি টেলিভিশন পলিটিক্স করেন । বরানগর সিপিএমের ট্র্যাডিশনাল সিট, কিন্তু কংগ্রেসকে দিয়ে দেওয়া হল ৷ আর যাদবপুরে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টিএমসির প্রার্থী নাম না জানা অম্লান মজুমদার ৷ অর্থাৎ, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে জেতাতে প্রাণপাত করা সিপিএমকে ভোট হিসেবে শিলিগুড়ি, বরাহনগর আর যাদবপুর দেওয়া হচ্ছে । এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.