Bank Workers on Privatisation : বেসরকারিকরণ রুখতে রাজনৈতিক দলগুলিকে সক্রিয় হওয়ার আবেদন ব্যাঙ্ক আধিকারিকদের

author img

By

Published : May 1, 2022, 11:03 PM IST

Bank Workers seek political parties active support on protest against privatisation
Bank Workers ()

ব্যাঙ্ক বেসরকারিকরণ রুখতে রাজনৈতিক দলগুলির আরও সদর্থক ভূমিকা প্রয়োজন বলে জানালেন ব্যাঙ্ক আধিকারিকরা (Bank Workers seek political parties active support on protest against privatisation) ৷ আন্দোলন আরও জোরদার করতে রাজনৈতিক দলগুলিকে আরও সক্রিয় হবার আহ্বান জানালেন আধিকারীক সংগঠন, অল ইন্ডিয়া নেশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন ।

কলকাতা, 1 মে : কেন্দ্রীয় সরকার অর্থনীতির দোহাই দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে চলেছে বলে দাবি ব্যাঙ্ক আধিকারিকদের । সেই চক্রান্তের বিরুদ্ধে লাগাতার লড়াই চালাচ্ছেন ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকরা । এই লড়াইয়ে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলিকে পাশে পেলেও তাদের সেই মতো সদর্থক ভূমিকা নজরে পড়ছে না বলেই দাবি ব্যাঙ্ক আধিকারিক সংগঠনের নেতৃত্বের । তাই এই আন্দোলন আরও জোরদার করতে রাজনৈতিক দলগুলিকে আরও সক্রিয় হবার আহ্বান জানালেন আধিকারীক সংগঠন, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন (Bank Workers seek political parties active support on protest against privatisation) ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন সংগঠনের নেতা সঞ্জয় দাস (Bank Workers on Privatisation)। সাংবাদিক সম্মেলনে সঞ্জয় দাস বলেন, "বেসরকারিকরণ আটকানো নিয়ে যখন রাজনৈতিক দলগুলি কাছে যাচ্ছি তখন তাদের ভূমিকা কিন্তু সদর্থক দেখছি না । এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ লাগার । কেন বিরোধী দলগুলি তারা চুপ করে বসে আছে ? এটা কি কোনও রাজনৈতিক বিষয় নয় ! ব্যাংকের সঙ্গে জড়িয়ে থাকে এতো মানুষ কি ভোটার নয় । যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হয় তাহলে বিরোধীদলের একটি বিরাট বড় ভূমিকা থাকা উচিত । আপনারা সমস্তটা জেনে আসুন । আমরা শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের বিরোধিতা করছি না । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বাঁচলে দেশ বাঁচবে ।"

বেসরকারিকরণে বিরোধী রাজনৈতিক দলগুলিকে পাশে থাকার দাবি ব্যাঙ্কের আধিকারিকদের

আরও পড়ুন : Debangshu FB Post : গত একবছরে তৃণমূলে মিশেছে ড্রেনের জল! বিতর্ক শুরু হতেই পোস্ট মুছলেন দেবাংশু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.