ETV Bharat / state

Bangladeshi Shot Dead: ফাঁসিদেওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু বাংলাদেশের গরুপাচারকারীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 5:21 PM IST

বিএসএফ সূত্রে খবর, তাঁরা গভীর রাতে দেখতে পান কয়েকজন যুবক কাঁটাতার পেরিয়ে ওপার থেকে এপারে প্রবেশ করছেন। রুটিন মাফিক তাঁদেরকে থামার জন্য সতর্ক করা হয়। কিন্তু তারা পালাতে শুরু করে ৷ তখনই গুলি চালায় বিএসএফরা ৷ তাতেই এক পাচারকারীর মৃত্যু হয় ৷

মৃত্যু বাংলাদেশি গরুপাচারকারীর
Bangladeshi Youth Shot Dead

দার্জিলিং, 18 অক্টোবর: সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গরুপাচারকারীর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পাচারকারীর নাম মহম্মদ আকাশ। সে ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পঞ্চগড় জেলার বাসিন্দা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের কদুগছ ও কালামগছের মাঝে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ৷

বুধবার ভোররাতে বাংলাদেশের থেকে কাঁটাতার টপকে কয়েকজন গরুপাচারকারী ভারতে ঢুকে পড়ে। সেই সময় সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা তাদের দেখে ফেলেন। বিএসএফের তরফে পাচারকারীদের দাঁড়াতে বলা হলে তারা পালাতে শুরু করে। সেইসময় বিএসএফ জওয়ানরা গুলি চালান। সেই গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। এই খবর চাউর হতেই গ্রামবাসীরা তা দেখতে ভিড় করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ।

ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মহম্মদ সাহাবুদ্দিন বলেন, "আমাদের গ্রাম দিয়ে গরুপাচার হয় না। বাইরে থেকে এসে অনেকসময় গরুপাচারের চেষ্টা করা হয়। তবে সেটা বিএসএফ ও পুলিশ দেখে। আজ ভোরেও গরুপাচারকারীরা ঢুকেছিল। সেইসময় বিএসএফের গুলিতে একজনের মৃত্যু হয়। তবে আমাদের গ্রামের নাকি বাংলাদেশের তা আমরা জানি না।"

বিএসএফের ডিআইজি (জেনারেল) অমিত কুমার ত্যাগী বলেন, "ঘটনার পর বিজিবি'র সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়েছে। গরুপাচার করার লক্ষ্যেই বেশ কয়েকজন পাচারকারী ভারতে ঢুকছিল। আমাদের জওয়ানরা তাদের আটকানোর চেষ্টা করেন। তারা না-শুনলে গুলি চালায় জওয়ানরা ৷ তাতেই একজনের মৃত্যু হয়। বাকিরা পলাতক ৷ বিএসএফ ঘটনার অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে।" বিএসএফ সূত্রে খবর, এখনও সীমান্তে পাচারকারিরা সক্রিয়। তাই নজরদারিও আরও কড়া হচ্ছে। কোনওরকমে বেকায়দার কিছু দেখলেই কড়া পদক্ষেপ করছেন বিএসএফ জওয়ানরা। এহেন ঘটনা বারবার ঘটছে ৷ গরু পাচার করতে গিয়ে অনেক বাংলাদেশি আটকও হয়েছে ৷

আরও পড়ুন: বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর! মিলল নিষিদ্ধ কাশির সিরাপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.