ETV Bharat / state

বন্দুকধারী বলবিন্দর একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, ছিলেন কার্গিল যুদ্ধেও

author img

By

Published : Oct 10, 2020, 1:39 PM IST

স্পেশাল ফোর্সের (6 প্যারা) সঙ্গে যুক্ত ছিলেন বলবিন্দর ৷ এই স্পেশাল ফোর্সের জওয়ানদের বায়ো ডেটায় "এক্সেমপ্লেরি" অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ বলে বর্ণনা করা থাকে ৷ যাঁরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহারে পারদর্শী হন ৷

বন্দুকধারী বলবিন্দর একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, ছিলেন কার্গিল যুদ্ধেও
বন্দুকধারী বলবিন্দর একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, ছিলেন কার্গিল যুদ্ধেও

কলকাতা, 10 অক্টোবর : "নবান্ন চলো" আন্দোলন চলার সময় তাঁর কাছ থেকে পাওয়া গেছিল আগ্নেয়াস্ত্র ৷ গ্রেপ্তারের মুহূর্তে টানাহেঁচড়া করতে গিয়ে খুলে যায় বলবিন্দর সিংয়ের পাগড়ি ৷ যা নিয়ে তোলপাড় হয়েছে দেশ ৷ ক্ষুব্ধ শিখ সম্প্রদায়ের মানুষ ৷ টুইট করে বিষয়টি দেখার আবেদন করেছেন ক্রিকেটার হরভজন সিং ৷ এবার বলবিন্দরের কাহিনিতে এল আরও একটি টুইস্ট ৷ জানা গেল, পঞ্জাবের ভাতিণ্ডার বাসিন্দা বলবিন্দর একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে BJP-র প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তিনি নাকি কার্গিল যুদ্ধেও অংশ নিয়েছিলেন ৷

45 বছরের বলবিন্দরের এই বায়োডেটা টুইট করে জানিয়েছেন BJP-র রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ সেই তথ্য অনুযায়ী, স্পেশাল ফোর্সের (6 প্যারা) সঙ্গে যুক্ত ছিলেন বলবিন্দর ৷ এই স্পেশাল ফোর্সের জওয়ানদের বায়ো ডেটায় "এক্সেমপ্লেরি" অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ বলে বর্ণনা করা থাকে ৷ যাঁরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহারে পারদর্শী হন ৷ যার মধ্যে রয়েছে AK-47 এবং ইজ়রায়েলি তেভর অ্যাসল্ট রাইফেল ৷ এছাড়া বহু মিলিটারি অপারেশনে অংশ নিয়েছেন বলবিন্দর ৷ যার মধ্যে রয়েছে অপারেশন বিজয় (কার্গিল যুদ্ধের সরকারি অভিযানের সরকারি নাম) ৷ আদতে ভাতিণ্ডার বাসিন্দা বলবিন্দর মানেসরের NSG ট্রেনিং সেন্টারে কমান্ডো ট্রেনিং নেন ৷

টুইটারে অসন্তোষ প্রকাশ করে বিজয়বর্গীয় লেখেন, পুলিশ শুধু ওই জওয়ানকে টানাহেঁচড়াই করেনি ৷ তাঁর পাগড়ি খুলে অপমানও করেছে ৷ তিনি লেখেন, "সুরক্ষা বাহিনীর জওয়ান বলবিন্দর সিংকে মারধর করেছে কলকাতা পুলিশ ৷ তাঁর পাগড়ি খুলে দেওয়া হয় ৷ উনি একজন দক্ষ জওয়ান যিনি একাধিক মিলিটারি ট্রেনিং কোর্স করেছেন ৷ এরকম একজন সাহসী মানুষের উপর মমতার সরকারের অপমান বেদনাদায়ক ৷ যে পুলিশ এই কাজ করেছে তাকে শাস্তি দেওয়া প্রয়োজন ৷" এদিকে পুলিশের মতে, BJP নেতা প্রিয়াংগু পাণ্ডের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বলবিন্দর সিং ৷ যুব মোর্চার "নবান্ন চলো" অভিযানের দিন হিংসা ছড়ানোর অভিযোগে বলবিন্দর ও প্রিয়াংগু দু'জনকেই গ্রেপ্তার করে পুলিশ ৷

  • सुरक्षाकर्मी बलविंदर सिंह को पश्चिम बंगाल पुलिस ने सड़क पर पीटा और उसकी पगड़ी को अपमानित किया, वो सक्षम जवान है! उसने कई सैन्य कोर्स भी किए हैं!

    ममता राज में ऐसे जांबाज का अपमान दु:खद है। ऐसे पुलिसवालों को सजा दी जाना चाहिए! pic.twitter.com/M1J8S7R9Yn

    — Kailash Vijayvargiya (@KailashOnline) October 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার যুব মোর্চার নবান্ন অভিযানের শুরু থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা BJP কর্মী-সমর্থকদের বাস আটকায় পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় । একাধিক জায়গায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । সেরকমই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিখ ব্যক্তিকে ধরেছে পুলিশ । ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি খুলে যাচ্ছে । পরে জানা যায় তাঁর নাম বলবিন্দর সিং ৷ তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.