ETV Bharat / state

অলিম্পিকসে প্রথম ভারতীয় দম্পতি অতনু-দীপিকা

author img

By

Published : Mar 9, 2021, 7:58 PM IST

Tokyo Olympics
অতনু-দীপিকা

জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন । লকডাউনে দু'জনে বিয়ে করেছেন । দ্রুত নিজেদের পরিকল্পনা সাজিয়ে টোকিওতে নামার প্রস্তুতি শুরু করছেন ৷ বলছেন টোকিও অলিম্পিকসে যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয় দম্পতি অতনু-দীপিকা ৷

কলকাতা, 9 মার্চ : অলিম্পিকসে প্রথম ভারতীয় দম্পতি অতনু দাস এবং দীপিকা কুমারী । করোনা পরবর্তী সময়ে টোকিও অলিম্পিকসের প্রস্তুতি শুরু হয়েছে । নির্ধারিত সময়ে অলিম্পিকস আয়োজন সম্ভব হয়নি । ফলে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা ছিল । কিন্তু ভারতীয় তীরন্দাজরা যে লক্ষ্যচ্যুত হননি তা প্রমাণিত ।

পুণেতে অলিম্পিকসের যোগ্যতা অর্জনের জন্য যে ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল সেখানেই টোকিও অলিম্পিকসের টিকিট নিশ্চিত করেছেন অতনু দাস এবং দীপিকা কুমারী । পরভিন যাদব,অতনু দাস এবং তরুনদীপ রাই 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো পেয়েছিলেন । সদ্য শেষ হওয়া ট্রায়ালে পরভিন প্রথম, অতনু দাস দ্বিতীয় এবং তরুন রাই তৃতীয় হয়েছেন । মেয়েদের মধ্যে দীপিকা কুমারী প্রথম, অঙ্কিতা ভকত দ্বিতীয়, কমলিকা বারি তৃতীয় হয়েছেন । তিনজনই ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করেছেন ।

প্রথম ভারতীয় অলিম্পিয়ান দম্পতি হিসেবে টোকিওতে পা রাখতে চলা অতনু-দীপিকা বলছেন, জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন । লকডাউনে দু'জনে বিয়ে করেছেন । এই বছরেই অর্জুন সম্মান পেয়েছেন অতনু । যদিও দীপিকা আগেই অর্জুন পুরস্কার পেয়েছিলেন ।

আরও পড়ুন : টোকিয়ো অলিম্পিক কমিটির প্রধান পদে ইস্তফা মোরির !

"ভারতীয় খেলাধুলায় এই নজির নেই এটা শুনে ভালো লাগছে । তবে প্রত্যাশার চাপ রয়েছে । আপাতত যোগ্যতা পেয়েছি । এবার নিজেকে প্রস্তুত করার পালা । দ্রুত নিজেদের পরিকল্পনা সাজিয়ে টোকিওতে নামার প্রস্তুতি শুরু করব," বলেন অতনু । এবার নিয়ে দ্বিতীয় বার অলিম্পিকের আসরে বাঙালি তীরন্দাজ ।

দীপিকা এর আগে দু'বার অলিম্পিকসে প্রতিনিধিত্ব করেছেন । "অলিম্পিক পদক সকলের স্বপ্ন । আমাদেরও তাই । নিজেদের সেরাটা দেব । এখন দেশের স্বপ্নপূরণ আমাদের পাখির চোখ," উচ্ছ্বাস শপথের দৃঢ়তা মিলেমিশে একাকার অতনুর গলায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.