ETV Bharat / state

Aroop-Jhulan on FIFA WC: মেসির সমর্থনে গলা ফাটাচ্ছেন ঝুলন, এমবাপেতে মজেছেন ক্রীড়ামন্ত্রী

author img

By

Published : Dec 13, 2022, 2:25 PM IST

Aroop Biswas Jhulan Goswami
Aroop Biswas Jhulan Goswami

আজ ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022 ) সেমি ফাইনাল ৷ এই নিয়ে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ৷ তবে মন খারাপও রয়েছে অনেকের মনে ৷ কারণ প্রিয় দল ব্রাজিল, পর্তুগাল কিংবা ইংল্যান্ড ছিটকে গিয়েছে বিশ্বকাপের লড়াই থেকে ৷ আর তাই বিষাদের সুর শোনা গেল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) গলায় ৷ তবে আর্জেন্তিনাকে নিয়ে উচ্ছ্বসিত ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ এক অনুষ্ঠানে এসে তাঁরা জানালেন বিশ্বকাপ নিয়ে মনের কথা ৷

এমবাপেতে মজেছেন ক্রীড়ামন্ত্রী

কলকাতা, 13 ডিসেম্বর: আদতে তিনি ব্রাজিল (Brazil) সমর্থক । চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022 ) ব্রাজিলের সব খেলা ব্যস্ততার ফাঁকে দেখছিলেনও । আশায় ছিলেন, প্রিয় দল চ্যাম্পিয়ন হবে । নেইমারদের বিদায়ে নতুন দল খুঁজে নিয়েছেন তিনি । এক্ষেত্রে তাঁর পছন্দ ফ্রান্স এবং এমবাপে । এভাবেই বিশ্বকাপ নিয়ে নিজের পছন্দের কথা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অরূপ বিশ্বাস (Aroop Biswas) ।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসেছিলেন । সেখানে কিংবদন্তি মহিলা ক্রিকেটার (Indian cricketer) ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) হাতে জীবনকৃতি সম্মান (Lifetime achievement Award) তুলে দেন তিনি । ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া ব্যক্তিত্ব দুজনেই বিশ্বকাপে মজে । ঝুলন আগেই বলেছিলেন তিনি দিয়াগো মারাদোনার জন্য আর্জেন্তিনার (Argentina) সমর্থক । লিয়োনেল মেসির (Leonel Messi) সমর্থনে গলা ফাটাচ্ছেন । বিশ্বকাপ তাই আর্জেন্তিনার মেসির হাতে দেখলেই খুশি হবেন ।

ক্রীড়ামন্ত্রী অবশ্য ব্রাজিল ছিটকে যাওয়ায় ফ্রান্সে মজেছেন । বিশ্বকাপের অনেক তারার মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের চোখে শুধুই এমবাপে ৷ তাঁর খেলায় মুগ্ধ তিনি । অরূপের মতে, এত তরুণ বয়সে এমবাপের এই পারফরম্যান্স তাঁকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাবে । ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অরুপ বিশ্বাস জানান, আসন্ন কলকাতা চলচিত্র উৎসবে কোনি থেকে ধোনি, ভারতীয় চলচিত্রে খেলার বিষয়ের ওপর তৈরি হওয়া ছবি দেখানো হবে । আগামী বছর ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস দেখানোর চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: স্কালোনির হাতে মেসি থাকলে দালিচের তুণে মদ্রিচ, সেমিতে দুই এলএম টেনের দ্বৈরথের প্রতীক্ষায় বিশ্ব

ঝুলন গোস্বামীও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ক্রীড়াব্যক্তিত্বদের মিষ্টিমধুর সম্পর্কের কথা জানান । দু'পক্ষই যে পরস্পরের ওপর নির্ভরশীল সেটাও বোঝান । ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য মেডিকা হাসপাতালের সহায়তায় স্বাস্থ্যশিবির আয়োজন করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.